ব্যপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে কলকাতা শহরে গত ৩০শে জানুয়ারী থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক বইমেলা ২০২৩। প্রতিদিন বহুসংখ্যক বইপ্রেমীদের ভীড়ে মুখরিত বইমেলা প্রাঙ্গন।
এরই মাঝে গতকাল বিকেল ৪টায় বইমেলা প্রাঙ্গন কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে বেশ কিছু SFI কর্মীকে দৌড়ে পালাতে দেখা যায় বইমেলা প্রাঙ্গনে।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, গতকাল বিকেল ৪টা নাগাদ, বইমেলা প্রাঙ্গনে প্রচারের উদ্দেশ্যে এসেছিল একটি ইউটিউব অডিও স্টোরি চ্যানেলের বেশ কিছু ইউটিউবার। এসময় তারা প্রচারের জন্য মেলা প্রাঙ্গনের লাইটপোস্টে কিছু পোস্টার সংযুক্ত করে। অভিযোগ, এর ঠিক দু মিনিট পরেই এক SFI এর এক ক্যাডার এসে সেই পোস্টারটি ছিঁড়ে ফেলে। অভিযোগ, পোস্টার ছিঁড়ে ফেলার কারণ জিজ্ঞেস করতেই উত্তেজিত হয়ে তেড়ে আসে আরও বেশ কিছু SFI ক্যাডার।
এরপরই শুরু হয় বচসা। এক পর্যায়ে, ভুক্তভোগী ইউটিউবারদের ওপর চড়াও হয় SFI ক্যাডাররা। অন্যদিকে ইউটিউবাররা পাল্টা উত্তেজিত হয়ে উঠতেই ভড়কে যায় SFI ক্যাডাররা। এরপরই তারা বিচ্ছিন্নভাবে পালাতে শুরু করে। এই ঘটনায় মেলা প্রাঙ্গনে সাময়িক সময়ের জন্য উত্তেজনার বদলে হাসির রোল শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের একজন বলেন, “৩৪ বছরের বাম অপশাসনের সময়ে বুক ঠুকে নিজেদের হার্মাদ পরিচয় দেওয়া লোকেদের আজ এই অবস্থা, পোস্টার ছিঁড়ে ইউটিউবারদের ধাওয়ায় পালাচ্ছে। এগুলো সবই কর্মফল।”