মাত্র ৬ ঘন্টায় ২ হাজার ১৪৩ যুগলের বিয়ে, বিশ্বরেকর্ড রাজস্থানে! - The Bengal Tribune
The Bengal Tribune
  • October 1, 2023
  • Last Update September 30, 2023 10:21 pm
  • kolkata

দ্যা বেঙ্গল ট্রিবিউন ডেস্ক: গত ২৬ মে রাজস্থানের বারান শহরে মাত্র ৬ ঘন্টায় ২১৪৩ যুগলের বিয়ে হয়েছে যার ফলে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি বিয়ের বিশ্বরেকর্ড তৈরি হয়েছে। শ্রী মহাবীর গোশালা কল্যাণ সংস্থা নামক একটি সংগঠন কর্তৃক আয়োজিত এই গণ বিবাহের অনুষ্ঠানে রাজস্থানের বারান শহরে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের যুগলদের বিয়ে দেয়া হয়। 

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও ক্যাবিনেট মন্ত্রী প্রমোদ জৈনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা এই বিশ্বরেকর্ডের মুহূর্তে উপস্থিত ছিলেন। এই গণবিবাহে শ্রী মহাবীর গোশালা কল্যাণ সংস্থার তরফে উপহার হিসেবে ২১৪৩ যুগলকেই স্বর্ণালংকার, ফ্রিজ, টিভি, বালিশের কভার-চাদর এবং রান্নাঘরের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়েছে।

সমাজের পিছিয়ে পড়া সাধারণ নারী ও পুরুষ, যাদের বিয়ে করতে বিভিন্ন প্রকার সমস্যা হচ্ছিল, তাদেরকে সহায়তা করাই মূল উদ্দেশ্য এমনটাই জানিয়েছেন আয়োজকরা। এর আগে একই দিনে ৯৮৩ যুগলের বিয়ে দিয়ে বিশ্বরেকর্ড গড়েছিল ইয়েমেন। ২০১৩ সালে ১২ ঘণ্টার মধ্যে ৯৮৩ যুগলের বিয়ে হয়েছিল ইয়েমেনে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *