দ্যা বেঙ্গল ট্রিবিউন ডেস্ক: আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে ওয়ার্ল্ড হিন্দু কংগ্রেস (World Hindu Congress) আয়োজন করা হয়েছে। এই আয়োজনে গোটা বিশ্বের প্রায় ২০০ টি দেশ থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। হিন্দু সমাজের মূল্যবোধ, সৃষ্টিশীলতা, ব্যবসায়িক বুদ্ধিমত্তা এবং হিন্দুত্বের গৌরবকে তুলে ধরে হিন্দু সমাজকে উদ্বুদ্ধ করা লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে জানিয়েছেন উদ্যোক্তারা।
এবারের ওয়ার্ল্ড হিন্দু কংগ্রেসের থিম (theme) “Jayasya Aayatnam Dharmah“; ইংরেজিতে, “Dharma, the Abode of Victory”। অর্থাৎ, “ধর্ম হলো বিজয়ের আবাস।”
উদ্যোক্তারা আরও জানিয়েছেন যে, বিশ্বের প্রায় ১.২ বিলিয়ন হিন্দুর প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেবেন। এই সম্মেলনে সারা বিশ্বের হিন্দুদের সমস্যা ও তার সমাধান অন্বেষণ ছাড়াও, হিন্দু সমাজকে সংগঠিত করে তোলার পথ নিয়েও আলোচনা করা হবে। সব মিলিয়ে, সারা বিশ্বের হিন্দু নেতা, কর্মী, উদ্যোক্তা, চিন্তাবিদদের মিলনস্থল হয়ে উঠবে এই সম্মেলন, এমনটাই আশা করছে ওয়ার্ল্ড হিন্দু কংগ্রেস (WHC-২০২৩)-এর উদ্যোক্তারা। এই সম্মেলনে উপস্থিত হিন্দু প্রতিনিধিরা একে অপরের সঙ্গে মত আদান প্রদান সহ নিবিড় যোগাযোগ গড়ে তুলতে পারবে।
এই বিষয়ে WHC-২০২৩ চেয়ারম্যান সুশীল কুমার সরাফ বলেন, “হিন্দু সমাজের বৃহত্তর স্বার্থের জন্য যজ্ঞ হলো ওয়ার্ল্ড হিন্দু কংগ্রেস। এটি এমন একটি প্লাটফর্ম, যেখানে বিশ্বের সব দেশের সব ক্ষেত্রের হিন্দু তাদের সংস্কৃতির ও চিন্তাভাবনার আদান প্রদান করতে পারবেন।”
এই সম্মেলনে মোট সাতটি ভাগে অনুষ্ঠিত হবে।
১) World Hindu Economic Forum (ওয়ার্ল্ড হিন্দু ইকোনমিক ফোরাম); ২) Hindu Education Conference । হিন্দু এডুকেশন কনফারেন্স) ৩) Hindu Media Conference (হিন্দু মিডিয়া কনফারেন্স) ৪) Hindu Political Conference (হিন্দু (পলিটিক্যাল কনফারেন্স); (৫) Hindu Women Conference (হিন্দু উইমেন কনফারেন্স); ৬) Hindu Youth Conference হিন্দু ইউথ কনফারেন্স); (৭) Hindu Organizational Conference হিন্দু অর্গানাইজেশন্যাল কনফারেন্স)।