আদৌ কী উদ্ধার হবে অপহৃত হিন্দু বাবলু চন্দ্র শীল? - The Bengal Tribune
The Bengal Tribune
  • May 29, 2023
  • Last Update April 29, 2023 5:58 pm
  • kolkata

অপহরণের পর অতিবাহিত ৪৫ দিন, উদ্ধার হয়নি অপহৃত হিন্দু বাবলু চন্দ্র শীল

অপহরণের পর ৩৫ দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও উদ্ধার হয়নি অপহৃত সংখ্যালঘু হিন্দু বাবলু চন্দ্র শীলকে। অপহৃত বাবলু চন্দ্র শীল (৩৫) বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বোয়াইলভীড় গ্রামের গোপাল চন্দ্র শীলের ছেলে। অপহরণের পর গত ২৫ নভেম্বর মামলা দায়ের করে বাবলুর স্ত্রী স্বপ্না রানী শীল।

গত ১৭ নভেম্বর রাতে স্থানীয় নেওয়াশী বাজারে বাবলু চন্দ্র শীলের সেলুনের দোকান থেকে তাকে মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে অপহরণ করে নিয়ে যায়। কিছুক্ষণ পর বাচ্চু তালুকদার নামক এক অপহরণকারী ফোন কল করে বাবলুর ভাই কৃষ্ণ চন্দ্র শীলকে জানায় যে, বাবলুকে গোয়ান্দা পুলিশ ধরেছে। তাকে মুক্ত করতে হলে ৫০ হাজার টাকা দিতে হবে।

এই অপহরণের ঘটনার মূল অভিযুক্তরা হলেন পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ঘরজেয়াটারী এলাকার বাহার তালুকদারের ছেলে বাচ্চু তালুকদার (৩৪), জব্বার আলীর ছেলে আমিনুর রহমান (৩৩) ও ফুলবাড়ী উপজেলার রাবাইতারী এলাকার মৃত আবু তালেবরের ছেলে সিরাজুল ইসলাম পাঠান (৩৫)। এছাড়াও আরও অজ্ঞাত ৩ ব্যক্তি এই অপহরণের সাথে যুক্ত রয়েছে বলে বাবলুর পরিবারের অভিযোগ রয়েছে। এদিক মামলা দায়ের করার পর ৩৫ দিন পেরিয়ে গেলেও অপহৃত হিন্দু বাবলু চন্দ্র শীলকে উদ্ধার করতে সক্ষম হয়নি স্থানীয় পুলিশ। এমতাবস্থায় নিরাপত্তাহীনতার পাশাপাশি হতাশায় ভুগছে ভুক্তভোগী হিন্দু পরিবারটি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *