Home - News Report - পাকিস্তানী প্ররোচনায় উইকিপিডিয়া থেকে ডিলিট হিন্দু বীর গোপাল পাঁঠার পেইজ
দ্যা বেঙ্গল ট্রিবিউন ডেস্ক: গোপাল চন্দ্র মুখোপাধ্যায় ওরফে ‘গোপাল পাঁঠা’, যিনি ১৯৪৬ সালে মুসলিম লীগের দ্যা গ্রেট কলকাতা কিলিংয়ের প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সম্প্রতি উইকিপিডিয়া (Wikipedia) গোপাল মুখোপাধ্যায়ের পেইজটি সম্পূর্ণরূপে মুছে দিয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিষয়টি প্রকাশ্যে আসে যখন প্রখ্যাত লেখিকা মনিদিপা বোস ট্যুইটারে এই বিষয়ে পোস্ট করেন। তিনি লিখেছেন, “হ্যালো উইকিপিডিয়া, আপনারা কেন গোপাল চন্দ্র মুখার্জি/গোপাল পাঁঠার পেজটি মুছে দিয়েছেন?”
তিনি আরও লেখেন, “মুসলিম লীগ ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’ শুরু করার পর, তাঁর এককভাবে সংগঠিত দল কলকাতায় অনেক হিন্দু পুরুষ ও মহিলাদের জীবন বাঁচিয়েছিল।”
আর্কাইভ অনুসারে এটি পরিষ্কার যে, এই বছরের ৯ ফেব্রুয়ারি একজন ‘এডিটর কামরান’ নামক ব্যক্তি প্রথম এই ধারণাটি প্রকাশ করেছিলেন। তিনি দাবি করেছেন, “আপাতদৃষ্টিতে মুসলমানদের আক্রমণের জন্য পরিচিত ডাইরেক্ট অ্যাকশন দিবসের নিবন্ধে এই ব্যক্তির কোনও উল্লেখ নেই।”
মজার বিষয় হল, ‘এডিটর কামরান’, যিনি গোপাল পাঁঠার উইকিপিডিয়া পৃষ্ঠাটিকে অপসারণের জন্য আবেদন করেছিলেন, তিনি প্রতিবেশী দেশ পাকিস্তানের বাসিন্দা। তার এই আবেদন অন্য উইকিপিডিয়া এডিটর ‘বয় দ্য কিং ক্যান ড্যান্স’ দ্বারা সমর্থিত হয়েছিল, যিনি ‘উইকিপ্রজেক্ট পাকিস্তান’-এর সদস্য হতে পারেন।
এদিকে গোপাল মুখোপাধ্যায় তথা গোপাল পাঁঠার উইকিপিডিয়া পেজ ডিলিট হওয়ার ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ নেটিজেনরা। তিনি ডাইরেক্ট একশন ডে-তে হিন্দুদের রক্ষাকারী ছিলেন বলেই তাঁর পেজটিকে টার্গেট করে ডিলিট করা হয়েছে, এমনটাই অভিমত নেটিজেনদের।