Home - News Report - ভারত থেকে লুট ও চুরি হওয়া ১০০-র অধিক পুরাকীর্তি ফেরত দিচ্ছে আমেরিকা
দ্যা বেঙ্গল ট্রিবিউন: আমেরিকা সফরের শেষ দিনে বড় চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সাথে দেশে ফিরছে চুরি হওয়া ১০০-র বেশি প্রাচীন বিগ্রহ। যুক্তরাষ্ট্র সফর শেষের আগে শুক্রবার এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, ‘ মার্কিন সরকার ভারত থেকে বিভিন্ন সময়ে চুরি যাওয়া ১০০-র বেশি প্রাচীন ভারতীয় পুরাকীর্তি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে অত্যন্ত খুশি। তিনি জানান, ‘ভারত থেকে বিভিন্ন সময়ে চুরি হওয়া ১০০ টিরও বেশি প্রাচীন পুরাকীর্তি ফিরিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার, তাতে আমি খুবই খুশি। বহু বছর আগে বহিরাগত আক্রমণকারীরা মহামূল্যবান এসব প্রাচীন পুরাকীর্তি ভারত থেকে চুরি করার পরে তা আন্তর্জাতিক বাজারে চলে যায় এবং সেখানেই ঘোরাফেরা করতে থাকে। মার্কিন সরকারের এই সিদ্ধান্তের জন্যে আমি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পদক্ষেপ ভারত (India) ও আমেরিকার (USA) সম্পর্ক আরও দৃঢ় করবে।’