Home - News Report - আমেরিকান কংগ্রেসে ভারতের “স্বাধীনতা দিবস” উপলক্ষে বিশেষ বিল উত্থাপন
দ্যা বেঙ্গল ট্রিবিউন: মার্কিন কংগ্রেসে ভারতের স্বাধীনতা দিবস তথা ১৫ আগস্টকে ‘ন্যাশনাল ডে অফ সেলিব্রেশন’ হিসেবে ঘোষণা করার মর্মে একটি বিল উত্থাপিত হয়েছে, যা আমেরিকায় ভারত-মার্কিন সম্পর্ক আরও মজবুত করতে সাহায্য করতে পারে। ইতিমধ্যেই বিলটি মার্কিন কংগ্রেসে পেশ করা হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত ইউএস (US) আইনপ্রণেতা শ্রী থানেদার এই দাবি জানিয়েছেন।
এই দাবিতে মার্কিন কংগ্রেসম্যান (US Congressman) বাডি কার্টার ও ব্র্যাড শারমনও সমর্থন প্রকাশ করেছেন। আমেরিকা ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক, গণতান্ত্রিক মূল্যবোধ ও স্থিতিশীলতার ক্ষেত্রে দুটি দেশের সম্পর্ক আরও উন্নত হতে পারে।
আগামী সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতে আসবেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর আমেরিকান প্রেসিডেন্ট বাইডেনের বিশেষ আকর্ষণ রয়েছে। আগামী সেপ্টেম্বরে উভয় নেতার বৈঠক আমেরিকা ও ভারতের সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারে, যা ভারত-মার্কিন সম্পর্কে নতুন দিশা হিসেবে উঠে আসতে পারে।