দ্যা বেঙ্গল ট্রিবিউন ডেস্ক: গোটা বঙ্গ জুড়ে চলছে তীব্র দাবদাহ। একদিকে তীব্র তাপমাত্রায় মানুষ অতিষ্ঠ, অন্যদিকে বিভিন্ন অঞ্চলে মানুষ জলকষ্টে ভুগছে। এমনই পরিস্থিতির মধ্যে এলাকায় কম্বল বিতরণ করে আলোচনায় এলেন নদিয়ার করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়।
আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, বিধায়কের নিজ এলাকার বেশ কিছু স্থানে জল সংকট চলছে। এই সমস্যার সুরাহা না করে এই তীব্র তাপপ্রবাহের পরিস্থিতিতে কম্বল বিতরণ বিতরণ করায় স্বাভাবিকভাবেই সমালোচনার ঝড় উঠেছে৷ নেটিজেনরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এই কম্বল বিতরণের মাধ্যমে মানুষের কষ্টের পরিস্থিতিকে কৌতুক ও হাস্যরসে পরিণত করেছেন তৃণমূল বিধায়ক, এমনটাই মন্তব্য নেটিজেনদের।
আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায় বিতর্ক উড়িয়ে দাবি করেছেন, ‘‘যাঁদের সমালোচনা করা অভ্যেস তাঁরা করবেন। আসন্ন ঈদ উপলক্ষে বিধানসভার বিভিন্ন জায়গাতে বস্ত্র বিতরণ করছি। ধুতি-কাপড়ের সঙ্গে বেশ কিছু কম্বল মজুত ছিল। যদি সাধারণ মানুষের কাজে লাগে সেই জন্য সেগুলি দিয়েছিলাম।’’