Home - ইতিহাস - অস্কারের জন্য মনোনীত ” দ্যা কাশ্মীর ফাইলস”
ভারতীয় সিনেমার জগতে গর্বের মুহুর্ত নিয়ে এলো বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমা, দ্য কাশ্মীর ফাইলস। মিঠুন চক্রবর্তী, অনুপম খের সহ প্রমুখ তাবড়-তাবড় অভিনেতা ও অভিনেত্রী অভিনীত সিনেমাটি ২০২৩ সালের অস্কারের জন্য শর্টলিস্ট করা হয়েছে। ভারত থেকে অস্কারের জন্য নির্বাচিত সিনেমার তালিকায় থাকা সর্বমোট ৫ টি চলচ্চিত্রের মধ্যে দ্যা কাশ্মীর ফাইলস অন্যতম।
অস্কারের জন্য শর্টলিস্ট হয়েছে দ্যা কাশ্মীর ফাইলস
দ্যা কাশ্মীর ফাইলসের এই সাফল্যের কথা নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করে সিনেমাটির পরিচালক বিবেক অগ্নিহোত্রী লিখেছেন, “BIG ANNOUNCEMENT: #TheKashmirFiles has been shortlisted for #Oscars2023 in the first list of @TheAcademy. It’s one of the 5 films from India. I wish all of them very best. A great year for Indian cinema.”
এছাড়াও সিনেমাটির অভিনেত্রী পল্লবী জোশি, অভিনেতা মিঠুন চক্রবর্তী, অনুপম খের এবং দর্শন কুমার সেরা অভিনেতা-অভিনেত্রী ক্যাটাগরিতে শর্টলিস্ট হয়েছে, যা নিঃসন্দেহে ভারতীয় সিনেমার ইতিহাসে এক অভূতপূর্ব সাফল্যের ইঙ্গিত প্রদান করে৷
পরিচালক বিবেক অগ্নিহোত্রী ট্যুইটারে আরও লিখেছেন, “#PallaviJoshi #MithunChakraborty @DarshanKumaar @AnupamPKher are all shortlisted for best actor categories. It’s just the beginning. A long long road ahead. Pl bless them all.”
১৯৯০ সালের ১৯ শে জানুয়ারি রালিভ, গালিভ ও সালিভ – কাশ্মীরি পণ্ডিতদেরকে এই তিনটে পছন্দ দেওয়া হয়েছিল। অর্থাৎ হয় ইসলাম স্বীকার করো, নয়তো মরো, নতুবা কাশ্মীর ত্যাগ করো। সেই কালো দিনটিতে ৪ লাখ কাশ্মীরি পণ্ডিত কাশ্মীর উপত্যকা ছেড়ে পালিয়ে এসে নিজ জন্মভূমিতেই উদ্বাস্তু হতে বাধ্য হয়েছিল পূর্ববঙ্গের বাঙ্গালীদের ন্যায়। দ্যা কাশ্মীর ফাইলস সিনেমাতে মূলত কাশ্মীরি পণ্ডিতদের সেই রক্তাক্ত ইতিহাসকেই তুলে ধরার প্রয়াস করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।