দ্যা বেঙ্গল ট্রিবিউন ডেস্ক: শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে বর্তমানে জেল হেফাজতে থাকা পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ওপর মগভরতি “মল” হামলার ঘটনা ঘটেছে। ঘটনার দিন হাঁটতে হাঁটতে জেল প্রাঙ্গনে পড়ে যান তিনি, কারণ মগে ভরে “মল” ছুঁড়েছিল জঙ্গি মুসা।
গত বছর পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশের পর তৃনমূল থেকে বরখাস্ত করা হয়েছিল। বর্তমানে তিনি কলকাতার প্রেসিডেন্সি জেলের ২ নম্বর সেলে বন্দী রয়েছেন।
জেল সূত্রে খবর, প্রায় প্রতিদিন বিকেলে পার্থ চট্টোপাধ্যায় নিজের সেলের সামনে হাঁটতেন। গত ১৯ ফেব্রুয়ারী, তিনি তার সেলের সামনে দিয়ে হাঁটছিলেন, যখন সহ বন্দীরা তাকে সাবধানে চলাফেরা করতে বলেছিল কারণ তার দিকে মল ভরতি মগ ছোড়ার পরিকল্পনা করেছিল জঙ্গি মুসা।
সহবন্দীদের সতর্কবার্তা শুনে দ্রুত হাঁটার সময় মুসা মল ছুঁড়লে পার্থ চট্টোপাধ্যায় হোঁচট খেয়ে মেঝেতে পড়ে যান এবং মুখে আঘাতপ্রাপ্ত হন।
বিষয়টি নিরাপত্তারক্ষীদের নজরে এলে তারা তাকে প্রাথমিক চিকিৎসার জন্য কারাগার হাসপাতালে নিয়ে যায়। সূত্র জানায়, প্রাথমিক চিকিৎসার পর পার্থ চচট্টোপাধ্যায়কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির তদন্তের জন্য ২০২২ সালের জুলাই মাসে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল। তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয় একই দিনে।
ইডি (ED) অর্পিতার বাড়ি থেকে ২১.২০ কোটি টাকা নগদ, ৭৯ লক্ষ টাকার সোনা এবং ৫৪ লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছিল।