জম্মু-কাশ্মীরে ২৩০০ বছর পুরনো সারদা মন্দিরে ৭ দশক পর ফের পুজো শুরু - The Bengal Tribune
The Bengal Tribune
  • May 30, 2023
  • Last Update April 29, 2023 5:58 pm
  • kolkata

দ্যা বেঙ্গল ট্রিবিউন: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত ২৯শে মার্চ উদ্বোধন করলেন সারদা পিঠ, যা নিয়ন্ত্রণরেখার (LOC) কাছাকাছি জম্মু ও কাশ্মীরের কুপওয়ারার ২৩০০ বছরের পুরনো মন্দির। এই মন্দির এলাকায় এর আগে কর্তারপুর সাহেব-স্টাইলের করিডোরও প্রস্তাব করা হয়েছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, কাশ্মীর উপত্যকা এবং জম্মু উভয়ই তাদের পুরানো ঐতিহ্য, সভ্যতা। ৩৭০ ধারা বাতিল করার পরে গঙ্গা-যমুনা ‘তেহজিব’ (বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান) ফিরে আসার পাশাপাশি কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন যে, মা সারদা দেবীর মন্দিরের উদ্বোধনের দিন নবরাত্রি ছিল যা একটি “শুভ লক্ষণ” এবং “একটি নতুন যুগের সূচনা”।

শাহ আরও বলেন, বিভিন্ন মন্দির সহ কাশ্মীর জুড়ে ৩৫ টি ধর্মীয় স্থান যেমন রাম মন্দির সংস্কার করা হচ্ছে। এছাড়া ৭৫টি মন্দির চিহ্নিত করে ৩১টি মেগা সংস্কার কার্যক্রম আয়োজন করা হয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *