শিবশক্তি পয়েন্ট, তিরঙ্গা পয়েন্ট, ন্যাশনাল স্পেস ডে- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৩ ঘোষণা - The Bengal Tribune
The Bengal Tribune
  • October 2, 2023
  • Last Update October 1, 2023 9:34 am
  • kolkata

দ্যা বেঙ্গল ট্রিবিউন: BRICS সম্মেলন ও গ্রীস সফর শেষ করেই শনিবার সকালে ব্যাঙ্গালোরে ফিরে ইসরোর (ISRO) বিজ্ঞানীদের সাথে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ইসরোর (ISRO) কমান্ড সেন্টার ঘুরে বিজ্ঞানীদের অভিনন্দন ও সাধুবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এসময় তিনি ইসরোর (ISRO) চন্দ্রযান ৩ (Chandrayaan 3) মিশনের সাফল্যকে নিয়ে নিজের ব্যক্তিগত অনুভূতির কথা ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) জানান, BRICS এর সম্মেলন ও গ্রীস সফর শেষ করে ইসরোর (ISRO) সদর দফতরে আসার জন্য তিনি বেশ অধৈর্য্য হয়ে উঠেছিলেন। তিনি আরও জানান, ইসরোর (ISRO) এই সাফল্যের মুহূর্তে তিনি সাউথ আফ্রিকায় থাকলেও তাঁর মন সর্বদা পড়ে ছিল ভারতে। তিনি ইসরো (ISRO) টিমের উদ্দেশ্যে বলেন, “আমি ভারতে আসার সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সাথে দেখা করতে চেয়েছিলাম। সবাইকে স্যালুট জানাতে চাইছিলাম। আপনাদের পরিশ্রম, প্রাণশক্তি,  আবেগকে ও আত্মাকে আমি স্যালুট জানাচ্ছি।” এসময় প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে (Narendra Modi) অশ্রুসিক্ত দেখা যায়।

এরপর চন্দ্রযান ৩ (Chandrayaan 3) এর ল্যান্ডিংয়ের স্থানটিকে “শিবশক্তি পয়েন্ট” (Shivashakti Point) এবং চন্দ্রযান ২ (Chandrayaan 2) যেখানে অবস্থান করছে সেই স্থানটিকে “তিরঙ্গা পয়েন্ট” (Tiranga Point) হিসেবে নামকরণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এরপর প্রধানমন্ত্রী আরও ঘোষণা দেন, “এই নামকরণ থেকে তরুণ প্রজন্ম প্রতিনিয়ত অনুপ্রেরণা পাবে সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া। ২৩ অগাস্ট ভারত চাঁদে তিরঙ্গা উত্তোললের দিনটিকে ভারত সেই “ন্যাশনাল স্পেস ডে” (National Space Day) হিসেবে উদযাপন করবে। এই দিনটি সমগ্র ভারতবাসীকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করবে।”

administrator

Related Articles

1 Comment

Avarage Rating:
  • 0 / 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *