Home - News Report - কৃষ্ণভক্তির জোরে সনাতন ধর্মে ঘর ওয়াপসি, শেহনাজ হলেন আরোহী
দ্যা বেঙ্গল ট্রিবিউন: কৃষ্ণভক্তির প্রভাবে সনাতন ধর্মে ঘর ওয়াপসি করলেন এক মুসলিম তরুণী। জানা যায়, ছোটবেলা থেকেই সনাতন ধর্মের প্রতি ভালবাসা ছিল ওই মুসলিম তরুণীর, ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্তও তিনি। কিন্তু মুসলিম পরিবারে জন্ম হওয়ায় বাড়িতে পুজোআচ্চা করতে বেশ সমস্যা হতো তার। পুজো করলেই তাকে পরিবারের সদস্যদের হাতে মার খেতে হতো। তবুও পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের কৃষ্ণভক্তিতে অটল ছিলেন সেই মুসলিম তরুণী শেহনাজ।
এরপর এক পর্যায়ে তার পরিবারের লোকজন এক মুসলিম যুবকের সাথে তার জোরপূর্বক বিয়ে দেয়। সেখানেও গোপনে শ্রীকৃষ্ণের আরাধনা চালিয়ে যায় শেহনাজ। কিন্তু একদিন স্বামীর হাতে ধরা পড়ে যায় সে, শুরু হয় অকথ্য অত্যাচার ও মারধর। এক পর্যায়ে তাকে তালাক দিয়ে শ্বশুর বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
এরপর বেরেলিতে এসে সনাতন ধর্মে ঘর ওয়াপসি করেন শেহনাজ। ঘর ওয়াপসির পর হিন্দু যুবক পবনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সে। শেহনাজ থেকে তার নতুন নাম রাখা হয়েছে আরোহী। আরোহী জানায়, ‘ মুসলিম যুবকের সাথে বিয়ে দিলে আমি কৃষ্ণ ভক্তি ভুলে যাবো, এমনটাই আমার পরিবারের লোক ভেবেছিল। কিন্তু তা হওয়ার নয়। শ্বশুর বাড়ির লোকজন আমাকে ব্যপক মারধর করেও আমার কৃষ্ণভক্তি ও পুজো করা ছাড়াতে পারেনি।’