চাঁদে অবতরণের আগেই বিধ্বস্ত রাশিয়ার লুনা -২৫ চন্দ্রযান - The Bengal Tribune
The Bengal Tribune
  • September 27, 2023
  • Last Update September 26, 2023 5:56 pm
  • kolkata

দ্যা বেঙ্গল ট্রিবিউন: চাঁদে অবতরণের আগেই বিধ্বস্ত হলো রাশিয়ার লুনা -২৫ চন্দ্রযান। ২১শে আগস্ট ইসরোর (ISRO) চন্দ্রযান-৩ এর আগেই চাঁদে পৌঁছানোর ঘোষণা দিয়েছিল রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা। চাঁদের অজেয় এই পৃষ্ঠে সর্বপ্রথম পৌঁছানোর দৌড়ে এগিয়ে রয়েছে ইসরো (ISRO)।

জানা যায়, চাঁদে অবতরণের আগে শেষ মুহূর্তে জরুরি অবস্থার সৃষ্টি হয়। প্রি-ল্যান্ডিংয়ের কমান্ডে সাড়া দেয়নি লুনা-২৫। ফলে এক পর্যায়ে চন্দ্রপৃষ্ঠে ভেঙে পড়ে রাশিয়ার এই চন্দ্রযানটি। রাশিয়ান মহাকাশ সংস্থা রোসকসমোসের (ROSCOSMOS) পক্ষ থেকে এই খবরটি নিশ্চিত করা হয়।

দীর্ঘ ৪৭ বছর পর চন্দ্রাভিযানে নেমেছিল রাশিয়া। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে যে, ইসরোর চন্দ্রবিজয়কে টেক্কা দেওয়ার জন্য ব্যপক চেষ্টা করেছিল রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রোসকসমোস (ROSCOSMOS)। এখনও পর্যন্ত চাঁদের দক্ষিণ মেরুতে সফল অপারেশনের মুখ দেখেনি কোন দেশ। একমাত্র ইসরো (ISRO) এই দৌড়ে এগিয়ে রয়েছে। চন্দ্রযান-৩ মিশনের সফল ল্যান্ডিং-এর জন্য কামনা করে প্রার্থনা করছে গোটা দেশ।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *