সরস্বতী পুজোর অনুমতি দেয়নি প্রেসিডেন্সি, প্রতিবাদে গেটেই বাগদেবীর আরাধনা - The Bengal Tribune
The Bengal Tribune
  • September 20, 2023
  • Last Update August 27, 2023 11:21 am
  • kolkata

পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এখনও পর্যন্ত কোনওদিন কলেজ চত্বরে সরস্বতী পুজো করা হয়নি। গত বৃহস্পতিবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সরস্বতী পুজো করার অনুমতি চেয়ে ডিন অব স্টুডেন্টসের কাছে লিখিতভাবে আবেদন করেছিল সাধারণ ছাত্রছাত্রীরা।

চিঠিতে তারা জানিয়েছিল, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তারা এই বছর সরস্বতী পুজোর আয়োজন করতে ইচ্ছুক। তারই সূত্রে, ২৫ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠান প্রাঙ্গণ ব্যবহারের অনুমতি প্রদানের আবেদন জানানো হয়। কিন্তু কর্তৃপক্ষ সেই অনুমতি দেননি। চিঠির উত্তরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় যে, তারা ডিরোজিও-র পন্থায় বিশ্বাসী, এবং ক্যাম্পাসে ধর্মনিরপেক্ষতা বজায় রাখার জন্য এখানে পুজোর অনুমতি দেওয়া যাবে না।

সরস্বতী পুজোর অনুমতি চেয়ে লেখা আবদনপত্র।

কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুজো নিয়ে কর্তৃপক্ষ আপত্তি জানানোর পরেই সাধারণ ছাত্রছাত্রীরা ক্ষোভে ফেটে পড়ে। তারা ঘোষণা দেয় যে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো করা হবেই। একইসাথে ছাত্রছাত্রীরা আরও জানায়, ‘‘পুজো কেউ আটকাতে পারবে না।’’ এদিকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের SFI ইউনিট আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরস্বতী পুজোর আয়োজন বন্ধ করার জন্য। তবে সাধারণ ছাত্রছাত্রীরা পাল্টা হুঁশিয়ারী দিয়ে বলেছে যে, বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গেটেই এবার সরস্বতী পুজোর আয়োজন করা হবে।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে সাধারণ ছাত্রছাত্রীদের ওপর বামপন্থী চিন্তাধারাকে চাপিয়ে দেওয়ার অভিযোগ অনেক পুরাতন। তারই ধারাবাহিকতার দেখা মিলেছে সরস্বতী পুজোর বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তে। অতীতের ন্যায় এবারও পুজোর বিরুদ্ধে সিদ্ধান্ত জানিয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের প্রতিবাদে সাধারণ ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের গেটেই সরস্বতী পুজোর আয়োজন করার ঘোষণা দিয়েছে। এছাড়াও পুজোর বন্ধ করার চেষ্টা করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে সাধারণ ছাত্রছাত্রীরা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *