Home - News Report - ইসলামিক মূল্যবোধের অবক্ষয়ের ভয়ে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে হোলি নিষিদ্ধ ঘোষণা
দ্যা বেঙ্গল ট্রিবিউন: পাকিস্তান দেশটিতে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার এক অভ্যাসে পরিণত হয়েছে। যে কোন ছুতোয় দেশটির হিন্দু সম্প্রদায়ের ওপর শোষণ করার পণ করে নিয়েছে রাষ্ট্রটি৷ এবার সরকারি নির্দেশিকা জারি করে দেশটির যে কোন বিশ্ববিদ্যালয়ে হোলি পালন সরাসরি নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।
ইসলামাবাদের ‘কায়েদ-ই- আজম’ বিশ্ববিদ্যালয়ে গত ১২ই জুন বেশ কিছু হিন্দু ছাত্রছাত্রী হোলি পালন করে। আর এতেই ব্যপক ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করে দেশটির সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়। এরই ধারাবাহিকতায় গত ২০শে জুন পাকিস্তানের উচ্চ শিক্ষা কমিশন (The Higher Education Commission) নির্দেশিকা জারি করে জানায় যে, দেশটির সকল বিশ্ববিদ্যালয়ে হোলি পালন নিষিদ্ধ৷
এই নির্দেশিকায় বলা হয়েছে যে, হোলি পালন দেশটির ইসলামিক আদর্শ ও সংস্কৃতির পরিপন্থী। হোলি পালনের মাধ্যমে ইসলামিক মূল্যবোধের অবক্ষয় হতে পারে। হোলি পালন পাকিস্তানের সমাজ ও সংস্কৃতির অংশ নয় এবং তা বিশ্বে পাকিস্তানের নাম খারাপ করছে।
গত মার্চ মাসে লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে হোলি পালন করায় হিন্দুদের ওপর আক্রমণ করা হয়। এই ঘটনার পর মার্চ মাসের পরিবর্তে জুন মাসে হোলি পালনের সিদ্ধান্ত নেয় পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থীরা। এদিকে, হোলি নিষিদ্ধ করার মূল কারণ অন্য, এমনটাই মতামত হিন্দুদের। কেননা হোলির মতো রঙিন উৎসব দেখে অন্যান্য সাধারণ মুসলিম ছাত্রছাত্রীরা সনাতনী সংস্কৃতির দিকে আকৃষ্ট হতো৷ এর ফলে এই উৎসব পাকিস্তানের উগ্র মুসলিম সম্প্রদায়ের চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে।