Home - News Report - ৫০০ মেয়ের মধ্যে একমাত্র ছেলে, আতঙ্কে অজ্ঞান পরীক্ষার্থী
পয়লা ফেব্রুয়ারী থেকে বিহারে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কিন্তু পরীক্ষার প্রথম দিনেই নালন্দার একটি পরীক্ষা কেন্দ্রে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনা প্রকাশ্যে এসেছে। একজন শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পর হঠাৎই অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পর তার অজ্ঞান হওয়ার কারণ জানতেই হতবাক সকলে। পরীক্ষা কেন্দ্রের শত শত মেয়ে পরীক্ষার্থীর মধ্যে সে একমাত্র ছেলে পরীক্ষার্থী ছিল। প্রায় ৫০০ জন ছাত্রীর মধ্যে একমাত্র ছাত্র হওয়ায় সে এতটাই নার্ভাস হয়ে পড়ে যে, পরীক্ষা দেওয়ার পরিবর্তে অজ্ঞান হয়ে পড়ে। এরপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে নালন্দার ব্রিলিয়ান্ট কনভেন্ট প্রাইভেট স্কুলে।
পরীক্ষার্থী মণীশঙ্কর আল্লামা ইকবাল কলেজের ছাত্র। চলমান দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার জন্য, তার পরীক্ষার কেন্দ্র ছিল বিহার শরীফের ব্রিলিয়ান্ট কনভেন্ট স্কুল। মনীশ শঙ্কর যখন পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছান, তখন সেখানে উপস্থিত সকল পরীক্ষার্থী মেয়ে দেখে তিনি হতবাক হয়ে যান। ওই পরীক্ষা কেন্দ্রে ৫০০ জনেরও বেশি মেয়ে ছিল এবং এই ছেলেটি ছিল মেয়েদের মধ্যে একমাত্র পুরুষ পরীক্ষার্থী।
তার চারপাশে শুধুমাত্র মেয়েদের মধ্যে পরীক্ষা দেওয়ার সময়, মনীশ খুব নার্ভাস বোধ করেন এবং ফলস্বরূপ, তিনি পরীক্ষার হলে এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন। এরপর তাকে বিহার শরীফ সদর হাসপাতালে ভর্তি করা হয়। মণীশের পরিবারের সদস্যরা বলেছেন, “একজন একা ছেলেকে ৫০০ মেয়ের মধ্যে বসিয়ে দেওয়ায় এই ঘটনা ঘটেছে। আমার ভাইপো একসাথে এত মেয়ে দেখে ঘাবড়ে যায়। এ কারণে সে পরীক্ষা দেওয়ার পরিবর্তে অজ্ঞান হয়ে পড়ে। তাকে এখন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
ছেলেটির পরিবার জানায়, শত শত মেয়ের মধ্যে একমাত্র ছেলে হলে একজন পরীক্ষার্থীর নার্ভাস হওয়াটাই স্বাভাবিক। এমনভাবে পরীক্ষার্থীদের জন্য কীভাবে কেন্দ্র বরাদ্দ করা হলো, তা নিয়েও প্রশ্ন তুলছেন তারা।
যদিও এটি অবাক করা বিষয় যে, একটি ছেলে অজ্ঞান হয়ে গিয়েছিল কারণ সে একটি পরীক্ষার হলে ৫০০ জনেরও বেশি মেয়ের সাথে একা পুরুষ পরীক্ষার্থী ছিল। একইসাথে এটিও আশ্চর্যজনক যে, বোর্ড পরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্র বরাদ্দের বিষয় কতটা উদ্ভট হতে পারে।
গত পয়লা ফেব্রুয়ারি ২০২৩, বুধবার থেকে বিহারে শুরু হয়েছে এইচএসসি বোর্ড পরীক্ষা।পরীক্ষার জন্য ১৪৬৪টি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিহার থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ২২৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থী ৬ লাখ ৩৬ হাজার ৪৩২ জন এবং ছেলে পরীক্ষার্থী ৬ লাখ ৮১ হাজার ৭৯৫ জন। বিহার স্কুল পরীক্ষা কমিটি গোটা পরীক্ষা প্রক্রিয়াটির পরিচালনা করছে।