পরাক্রম দিবসের উপহার- ২১টি দ্বীপের নতুন নামকরণ, নেতাজি দ্বীপে হবে স্মৃতিসৌধ - The Bengal Tribune
The Bengal Tribune
  • May 29, 2023
  • Last Update April 29, 2023 5:58 pm
  • kolkata

পরাক্রম দিবস ও নেতাজীর ১২৬ তম জন্মদিনের এই শুভদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে, অনন্য এক উপহার পেলো ভারতবাসী।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ২১ টি অজ্ঞাত ও অনামী দ্বীপের নাম রাখা হল ভারত মায়ের শ্রেষ্ঠ ২১ জন সন্তানের নামে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। এদিন নেতাজিকে উৎসর্গ করে জাতীয় স্মৃতিসৌধের মডেলের উন্মোচনও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২০২১ সালে ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনের দিনে ‘পরাক্রম দিবস’ হিসাবে পালন করার কথা ঘোষণা করে মোদী সরকার। নেতাজিকে শ্রদ্ধা জানাতে কেন্দ্র সরকারের এই উদ্যোগ ব্যপক প্রশংসা পায়। সেই উদ্যোগকে আরও প্রসারিত করে এবার নেতাজির নামে জাতীয় স্মৃতিসৌধের মডেল এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের ২১ টি দ্বীপের নতুন নামকরণ করা হয়েছে।

আন্দামানের ঐতিহাসিক গুরুত্বের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আন্দামানের এই মাটিতেই প্রথম বার তেরঙা উড়েছিল। পরমবীর চক্র প্রাপক ২১ জন বীরের নামে এই ২১টি দ্বীপের পরিচিতির প্রসার ঘটবে। আগামী প্রজন্মের সামনে প্রেরণার প্রতীক হবে নেতাজি সৌধ।”

কাদের নামে নামকরণ করা হয়েছে আন্দামানের এই ২১টি দ্বীপ?

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ২১টি অজ্ঞাত ও অনামী দ্বীপের নামকরণ, ভারতমাতার যে শ্রেষ্ঠ ২১ সন্তানের নামে করা হয়েছে, তাঁরা প্রত্যেকেই পরমবীর চক্র বিজয়ী বীরপুত্র। তাঁরা হলেন:

১) মেজর সোমনাথ শর্মা, ২) সুবেদার করম সিং(ল্যান্সনায়ক), ৩) লেফটেন্যান্ট রামা রাঘোবা রানে, ৪) নায়েক যদুনাথ সিং, ৫) হাবিলদার পিরু সিং, ৬) ক্যাপ্টেন GS সালারিয়া, ৭) লেফটেন্যান্ট কলোনেল ধ্যান সিং থাপা, ৮) সুবেদার জোগিন্দার সিং, ৯) মেজর শৈতান সিং, ১০) আব্দুল হামিদ, ১১) লেফটেন্যান্ট কর্নেল আর্দেশির তারাপোরে, ১২) ল্যান্সনায়ক এলবার্ট এক্কা, ১৩) মেজর হোশিয়ার সিং, ১৪) লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপাল, ১৫) ফ্ল্যায়িং অফিসার নির্মলজিৎ সিং, ১৬) মেজর রামাস্বামী পরমেশ্বরম, ১৭) নায়েব সুবেদার বন সিং, ১৮) ক্যাপ্টেন বিক্রম বাত্রা, ১৯) লেফটেন্যান্ট মনোজ কুমার পাণ্ডে, ২০) সুবেদার মেজর সঞ্জয় কুমার, ২১) সুবেদার মেজর যোগেন্দ্র সিং যাদব।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *