'খুশি আছুন্তি, জমি দেখুন্তি, পছন্দ হুন্তি'- পুরীতে খোশমেজাজে মমতা বন্দ্যোপাধ্যায় - The Bengal Tribune
The Bengal Tribune
  • May 29, 2023
  • Last Update April 29, 2023 5:58 pm
  • kolkata

দ্যা বেঙ্গল ট্রিবিউন ডেস্ক: উড়িষ্যার পুরীতে বাঙালিদের জন্য অতিথিশালার জমি দেখতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জমি দেখতে গিয়েই হল বিপত্তি। খুশি হয়ে উড়িয়া ভাষায় বক্তব্য রাখার চেষ্টা করেন তিনি। সেই চেষ্টা করতে গিয়েই তিনি বলে বসেন, ‘খুশি আছুন্তি, জমি দেখুন্তি, পছন্দ হুন্তি’। উড়িষ্যার কেউ কিছু বুঝতে পেরেছিলেন কিনা জানা না গেলেও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বাঙালি নেটিজেনদের মধ্যে হাসি ও কৌতুকের ঝড় উঠেছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৩ দিনের উড়িষ্যা সফরের অংশ হিসেবে মঙ্গলবার পুরী পৌঁছেছেন। বুধবার পুরী জগন্নাথ মন্দিরে প্রার্থনা করেছেন। মন্দিরের সিনিয়র পরিচারক এবং মমতার ঘনিষ্ঠ আস্থাভাজন, জগন্নাথ সোয়াইন মহাপাত্র তাঁর জন্য একটি পূজা পরিচালনা করেছিলেন। তবে নেটিজেনদের মন্তব্য, সিবিআই (CBI) এবং ইডি (ED) থেকে রক্ষা পাওয়ার জন্যেই জগন্নাথ মন্দিরে প্রার্থনা করতে গিয়েছেন তিনি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *