মহাভারতের সময় থেকে শুরু করে ইন্দ্রপ্রস্থের রাজাদের তালিকা - The Bengal Tribune
The Bengal Tribune
  • May 30, 2023
  • Last Update April 29, 2023 5:58 pm
  • kolkata

ইতিহাসের (History) কোন ধ্বংস নেই, ইতিহাসের (History) শুধুমাত্র পুনরাবৃত্তি ঘটে।

(নিজে সংগ্রহ করুন অন্যকে সংগ্রহে রাখতে অনুপ্রানিত করুন। আমাদের গৌরবের ও ঐতিহ্যের বিষয় গুলি আমাদের নতুন প্রজন্মের জানা উচিৎ)

নিম্নোক্ত সমস্ত তথ্যের জন্য শ্রী দয়ানন্দ সরস্বতীর নিকট আমার কৃতজ্ঞ সেই সাথে এই সব তথ্য দয়ানন্দ সরস্বতী যাঁদের কাছ থেকে সংগ্রহ করেছেন তাঁদের প্রতি ভক্তি ভরা প্রনাম জ্ঞাপন করছি।

ইন্দ্রপ্রস্থ তথা আর্যাবর্তের রাজাদের ধারাবাহিক পরিচিতি ও রাজত্ব কালের পরিচয় তুলে ধরেছিলেন প্রাতঃস্মরণীয় জ্ঞানী দয়ানন্দ সরস্বতী। তিনি এই তথ্য সংগ্রহ করেছিলেন – রাজপুতানার অন্তর্গত উদয়পুর মেওয়ার রাজ্যের রাজধানী, চিতোরগড়ের শ্রিনাথদ্বার হতে প্রকাশিত এবং বিদ্যার্থী সম্মিলিত “হরিশ্চন্দ্র চন্দ্রিকা” এবং “মোহঞ্চন্দ্রিকা” নামক পাক্ষিক পত্রিকা হইতে। উক্ত পত্রিকাদ্বয়ের সম্পাদক মহাশয় ১৭৮২ বিক্রমাব্দে লিখিত একখানি গ্রন্থ তাহার কোন বন্ধুর নিকত হতে প্রাপ্ত হয়ে তাথেকে সংগ্রহ করে প্রচলিত ১৯৩৯ সালে মুদ্রন করেন।

ইন্দ্রপ্রস্থের শেষ রাজা ছিলেন শ্রী যশপাল। রাজা শ্রী যুধিষ্ঠির থেকে যশপাল পর্যন্ত আনুমানিক ১২৪ জন রাজা, মোট ৪,১৭৫ বছর ৯ মাস ১৪ দিন রাজত্ব করেছিলেন।

রাজা যুধিষ্ঠির প্রভৃতি আনুমানিক ৩০ পুরুষ ১৭৭০ বছর ১১ মাস ১০ দিন রাজত্ব করেছিলেন। নিম্নে তার বিবরণ তুলে ধরা হলোঃ

০১। রাজা যুধিষ্ঠির = ৩৬ বছর ৯ মাস ১৪ দিন।

০২। রাজা পরীক্ষিত = ৬০ বছর ৮ মাস ২৫ দিন।

০৩। রাজা জনমেজয় = ৮৪ বছর ৭ মাস ২৩ দিন।

০৪। রাজা অশ্বমেধ = ৮২ বছর ৮ মাস ৩২ দিন।

০৫। দ্বিতীয় রাম = ৮৮ বছর ২ মাস ৮ দিন।

০৬। ছত্রমল = ৮১ বছর ১১ মাস ২৭ দিন।

০৭। চিত্ররথ = ৭৫ বছর ৩ মাস ১৮ দিন।

০৮। দুষ্টশৈল্য = ৭৫ বছর ১০ মাস ২৪ দিন।

০৯। রাজাউগ্র সেন = ৭৮ বছর ৭ মাস ২১ দিন।

১০। শূরসেন = ৭৮ বছর ৭ মাস ২১ দিন।

১১। ভুবনপতি = ৬৯ বছর ৫ মাস ৫ দিন।

১২। রণজিৎ = ৬৫ বছর ১০ মাস ৪ দিন।

১৩। ঋক্ষক = ৬৪ বছর ৭ মাস ৪ দিন।

১৪। সুখদেব = ৬২-০-২৪

১৫। নরহরিদেব = ৫১-১০-০২

১৬। সুচিরথ = ৪২-১১-০২

১৭। শূরসেন (২য়) = ৫৮-১০-০৮

১৮। পর্বতসেন = ৫৫-০৮-১০

১৯। মেধাবী = ৫২-১০-১০

২০। সোনচীর = ৫০-০৮-২১

২১। ভীমদেব = ৪৭-০৯-২০

২২। নৃহরিদেব = ৪৫-১১-২৩

২৩। পূর্ণমল = ৪৪-০৮-০৭

২৪। করদবী = ৮৮-১০-০৮

২৫। অলংমিক = ৫০-১১-০৮

২৬। উদয়পাল = ৩৮-০৯-০

২৭। দুবনমল = ৪০-১০-২৬

২৮। দমাত = ৩২-০-০

২৯। ভীমপাল = ৫৮-০৫-০৮

৩০। ক্ষেমক = ৪৮-১১-২১

মুলত পাণ্ডু বংশের রাজত্ব এখানেই শেষ হয়ে যায়।

রাজা ক্ষেমকের প্রধান মন্ত্রী বিশ্রবা ক্ষেমক রাজাকে পরাজিত করে সিংহাসন অধিকার করেন। তাঁর ১৪ পুরুষ ৫০০ বছর ৩ মাস ১৭ দিন রাজত্ব করেন। তাঁদের তালিকাঃ

১। বিশ্রবা = ১৭-০৩-২৯

২। পুরসেনী = ৪২-০৮-২১

৩। বীরসেনী = ৫২-১০-০৭

৪। ফবঙ্গশায়ী = ৪৭-০৮-২৩

৫। হরিজিৎ = ৩৫-০৯-১৭

৬। পরমসেনী = ৪৪-০২-২৩

৭। সুখপাতাল = ৩০-০২-২১

৮। কদ্রুত = ৪২-০৯-২৪

৯। সজ্জ = ৩২-০২-১৪

১০। ফমরচূড় = ২৭-০৩-১৬

১১। অমীপাল = ২২-১১-২৫

১২। দশরথ = ২৫-০৪-১২

১৩। বীরসাল = ৩১-০৮-১১

১৪। বীরসালসেন = ৪১-০০-১৪

রাজা বীরসাল সেনের প্রধান মন্ত্রী বীরমহা প্রধান তাঁহাকে পরাজিত করে রাজ্যাধিকার করেন। তাঁর বংশ ১৬ পুরুষ ৪৪৫ বৎসর ৫ মাস ৩ দিন রাজত্ব করেন।

তাঁদের তালিকাঃ

১। রাজা বীরমহা = ৩৫-১০-০৮

২। অজিত সিংহ = ২৭-০৭-১৯

৩। সর্বদত্ত = ২৮-০৩-১০

৪। ভুবনপতি = ১৫-০৪-১০

৫। বীরসেন (প্রথম) = ২১-০২-১৩

৬। মহীপাল = ৪০-০৮-০৭

৭। শত্রুশাল = ২৬-০৪-০৩

৮। সঙ্গরাজ = ১৭-০২-১০

৯। তেজপাল = ২৮-১১-১০

১০। মানিক চাঁদ = ৩৭-০৭-২১

১১। কামসেনী = ৪২-০৫-১০

১২। শত্রুমর্দন = ০৮-১১-১৩

১৩। জীবনলোক = ২৮-০৯-১৭

১৪। হরিরাও = ২৬-১০-২৯

১৫। বীরসেন (২য়) = ৩৫-০২-২০

১৬। আদিত্যকেতু = ২৩-১১-১৩

প্রয়োগের রাজা ‘ধন্ধব’ মগধদেশের রাজা আদিত্যকেতুকে পরাজিত করে রাজ্যাধিকার করেন। তাঁহার বংশ ৯ পুরুষ, ৩৭৪ বছর ১১ মাস ২৬ দিন রাজত্ব করেন।

তাঁদের তালিকাঃ

১। রাজা ধন্ধর = ৪২-০৭-২৪

২। মহর্ষি = ৪১-০২-২৯

৩। সনরচ্চী = ৫০-১০-১৯

৪। মহাযুদ্ধ = ২০-০৩-০৮

৫। দূরনাথ = ২৮-০৫-২৫

৬। জীবনরাজ = ৪৫-০২-০৫

৭। রুদ্রসেন = ৪৭-০৪-২৮

৮। অরীলক = ৫২-১০-০৮

৯। রাজপাল = ৩৬-০০-০০

সামন্ত মহান পাল রাজা রাজপালকে পরাজিত করে রাজ্যাধিকার করেন। তিনি এক পুরুষে ১৪ বছর রাজত্ব করেন। তাঁর কোন বৃদ্ধি নাই।

রাজা বিক্রমাদিত্য অবন্তিকা (উজ্জায়নী) থেকে আক্রমণ চালিয়ে রাজা মহানপালকে পরাজিত করে রাজ্যাধীকার করেন। তাঁর বংশ ১ পুরুষ ৩৯ বছর রাজত্ব করেন। তাঁর কোন বৃদ্ধি নাই।

শালিবাহনের মন্ত্রী সমুদ্রপাল, যোগীপৈঠনের রাজা বিক্রমাদিত্যকে পরাজিত করে রাজ্যাধিকার করেন। তাঁহার বংশ ১৬ পুরুষ, ৩৭২ বছর, ৪ মাস ২৭ দিন রাজত্ব করেন।

তাঁদের তালিকাঃ

১। সমুদ্রপাল = ৫৪-০২-২০

২। চন্দ্রপাল = ৩৬-০৫-০৪

৩। সাহায়পাল = ১১-০৪-১১

৪। দেবপাল = ২৭-০১-১৭

৫। নরসিংহপাল = ১৮-০০-২০

৬। সামপাল = ২৭-০১-১৭

৭। রঘুপাল = ২২-০৩-২৫

৮। গোবিন্দপাল = ২৭-০১-১৭

৯। অমৃতপাল = ৩৬-১০-১৩

১০। বলীপাল = ১৩-০৮-০৪

১১। মহীপাল = ১৩-০৮-০৪

রাজা মহাবাহু রাজ্য পরিত্যাগ করে তপস্যার্থে বনে গমন করেন।

এটা শুনে বঙ্গ দেশের রাজা আধীসেন ইন্দ্রপ্রস্থে এসে নিজে রাজত্ব করিতে আরম্ভ করেন। তাঁর বংশ ১২ পুরুষ, ১৫১ বৎসর ১১ মাস ২ দিন রাজত্ব করেন।

তাঁদের তালিকা –

১। রাজা আধীসেন = ১৮-০৫-২১

২। বিলাবলসেন = ১২-০৪-০২

৩। কেশবসেন = ১৫-০৭-১২

৪। মাধবসেন = ১২-০৪-০২

৫। ময়ূরসেন = ২০-১১-২৭

৬। ভীমসেন = ০৫-১০-০৯

৭। কল্যানসেন = ০৪-০৮-২১

৮। হরিসেন = ১২-০০-২৫

৯। ক্ষেমসেন = ০৮-১১-১৫

১০। নারায়ণসেন = ০২-০২-২৯

১১। লক্ষ্মীসেন = ২৬-১০-০০

১২। দামোদর সেন = ১১-০৫-১৯

রাজা দামোদরসেন তাঁর পাত্রমিত্রদিগকে অনেক কষ্ট দিতেন। এই নিমিত্ত তাঁর জনৈক পাত্রমিত্র দীপ্তসিংহ সৈন্য সংগ্রহ করিয়া তাঁর বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তাঁকে যুদ্ধে পরাজিত করে স্বয়ং রাজত্ব করা আরম্ভ করেন। তাঁর বংশ ৬ পুরুষ, ১০৭ বৎসর ৬ মাস ২ দিন রাজত্ব করেন। তাঁদের তালিকা –

১। দীপসিংহ = ১৭-০১-১৬

২। রাজসিংহ = ১৪-০৫-০০

৩। রণসিংহ = ০৯-০৮-১১

৪। নরসিংহ = ১৩-০২-২৯

৬। জীবনসিংহ = ০৮-০০-০১

কোন কারণ বশতঃ রাজা জীবনসিংহ তাঁহার সমস্ত সৈন্য উত্তরদিকে প্রেরণ করেন। বৈরাটের রাজা পৃথ্বীরাজ চৌহান সেই সংবাদ পেয়ে জীবনসিংহকে আক্রমণ করেন এবং তাঁকে যুদ্ধে পরাস্ত করে ইন্দ্রপ্রস্থে রাজত্ব করা আরম্ভ করেন। তাঁর বংশ ৫ পুরুষ, ৮৬ বৎসর ০ মাস ২০ দিন রাজত্ব করেন। তাঁদের তালিকা –

১। পৃথ্বী রাজ = ১২-০২-১৯

২। অভয়পাল = ১৪-০৫-১৭

৩। দুর্জ্জব পাল = ১১-০৪-১৪

৪। উদয়পাল = ১১-০৭-০৩

৫। যশপাল = ৩৬-০৪-২৭

সুলতান শাহাবুদ্দিন ঘোরী গজনীর দুর্গ থেকে রাজা যশপালকে আক্রমণ করেন এবং ১২৪৯ সালে তাঁকে প্রয়াগের দুর্গে বন্দি করেন। অতঃপর সুলতান শাহাবুদ্দিন ইন্দ্রপ্রস্থে (দিল্লীতে) রাজত্ব করতে আরম্ভ করেন। তার বংশ ৫৩ বৎসর, ১ মাস ও ১৭ দিন রাজত্ব করেন।

লেখাঃ Ashok Chakraborty

 

 

 

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *