Home - News Report - ভারতীয় আধার কার্ড সহ বাংলাদেশী অনুপ্রবেশকারীর ভিডিও ভাইরাল!
দ্যা বেঙ্গল ট্রিবিউন ডেস্ক: সাম্প্রতিক সময়ে, বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ভারতে অবৈধ অভিবাসনের বিষয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি একইসঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি বড়সড় হুমকি হয়ে উঠছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ভারতে জরুরী ভিত্তিতে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস (NRC) এবং নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে জাইদুল খান নামে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী যিনি কলকাতার নিউ টাউন, শিউলিপাড়া এলাকায় বসবাস করছেন। তার কাছে একটি ভারতীয় আধার কার্ড আছে কিন্তু তার পাসপোর্ট বা ভিসা নেই। আধার কার্ড অনুসারে, অনুপ্রবেশকারী জাইদুল খান উত্তর ২৪ পরগনার মাঝের পাড়ার বাসিন্দা। তবে ভিডিওতে তিনি স্পষ্টভাবে স্বীকার করেছেন যে, তিনি আসলে বাংলাদেশের নাগরিক। এই ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করে যে, ভারতে অনেক অবৈধভাবে অনুপ্রবেশকারী রয়েছে, যাদের কাছে অবৈধভাবে তৈরী করা ভারতীয় নথিপত্র রয়েছে।
রাজ্য বিজেপির মুখপাত্র রাজর্ষী লাহিড়ী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই ঘটনার ভিডিও শেয়ার করে অভিযোগ করেছেন যে, এমন অনেক বাংলাদেশী অনুপ্রবেশকারীদের জায়গা দেওয়া হয়েছে। তিনি একইসঙ্গে এর পিছনে তৃণমূল যুব নেতা আফতাবউদ্দিনের মদত রয়েছে বলে ইঙ্গিত করেছেন।
সাম্প্রতিক বছরগুলোতে ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অবৈধ অভিবাসন বেড়েছে। নেটিজেনদের মতে, রাজ্যে উচ্চস্তর থেকে প্রচ্ছন্ন সমর্থন না থাকলে কলকাতার রাস্তায় এভাবে বুক ফুলিয়ে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা ঘুরেবেড়াতে পারতো না। এই সমস্যাটি ভারতের নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে, কারণ এটি দেশের নিরাপত্তা, অর্থনৈতিক এবং সামাজিক দিকগুলোতে প্রভাব ফেলছে৷ সাম্প্রতিক সময়ে কলকাতায় বাংলাদেশী অনুপ্রবেশকারীর হাতে জোড়া খুনের ঘটনা যার প্রত্যক্ষ প্রমাণ।
বাংলাদেশী অনুপ্রবেশকারীদের এই সমস্যার সমাধান করতে হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে অতি দ্রুত এনআরসি (NRC) এবং সিএএ (CAA) কার্যকর করতে হবে, এমনটাই অভিমত নেটিজেনদের। এনআরসি (NRC) দেশের অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে সাহায্য করবে, অন্যদিকে সিএএ (CAA) বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের নির্যাতিত সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদান করবে। এই দুটি পদক্ষেপই ভারতে বাংলাদেশি অনুপ্রেবেশকারীদের অবৈধ অভিবাসনের সমস্যা সমাধান করবে। বাংলাদেশী অনুপ্রবেশকারী জাইদুল খানের এই ভিডিও অবৈধ অভিবাসন রোধে ভারতে এনআরসি (NRC) এবং সিএএ-র (CAA) প্রয়োজনীয়তা তুলে ধরছে।