Home - News Report - ‘না পারলে পদ ছেড়ে দিন’- রাজ্য নির্বাচন কমিশনারকে চূড়ান্ত ভর্ৎসনা প্রধান বিচারপতির
দ্যা বেঙ্গল ট্রিবিউন: আসন্ন পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী দাবীতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত ১৩ জুন, রাজ্য পুলিশের অপ্রতুলতার কারণে স্পর্শকাতর জেলাগুলোতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে রাজ্য নির্বাচনকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে কোর্ট আরও বলেছিল যে, রাজ্যের দেওয়া রিপোর্টের ওপর ভিত্তি করে যেসকল জেলায় পর্যাপ্ত পুলিশের থাকবে না, সেখানে রাজ্য নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে।
হাইকোর্টের এই রায় পুনর্বিবেচনার জন্য গত বৃহস্পতিবার আবেদন জানায় রাজ্য সরকার। রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত ক্ষুব্ধ হন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তিনি নির্দেশ প্রদান করেন, ৪৮ ঘন্টার কেন্দ্রীয় সরকারের কাছে কেন্দ্রীয় বাহিনীর আবেদন জানাতে হবে নির্বাচন কমিশনকে এবং সকল জেলাতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।
রাজ্য নির্বাচন কমিশনারকে চূড়ান্ত ভর্ৎসনা করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তিনি মন্তব্য করেন, ‘কোর্টের নির্দেশ কার্যকর করতে অপারগ হলে রাজ্য নির্বাচন কমিশনার পদ ছেড়ে দিন। রাজ্যপাল নতুন কমিশনার নিয়োগ করবেন।’