দ্যা বেঙ্গল ট্রিবিউন: অজ্ঞাত দুষ্কৃতীদের গুলিতে কানাডার সারেতে খুন হলেন খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জর। ভারতের পক্ষ থেকে প্রকাশিত “মোস্ট ওয়াল্টেড” বিচ্ছিন্নতাবাদীর তালিকায় হরদীপ সিং নিজ্জর ছিল। সম্প্রতি ভারত সরকার এই মোস্ট ওয়ান্টেড অপরাধীদের নামের তালিকায় ৪০ জনের নাম প্রকাশ করেছিল।
এই তালিকা প্রকাশের পর তাকে ভারতে ফিরিয়ে আনার আগেই খুন হলো এই খালিস্তানি জঙ্গি। হরদীপ সিং নিজ্জর কানাডার সুরের শিখ গুরুনানক সিং গুরুদ্বারের সভাপতি ছিলেন। কিন্তু বেশ কিছু নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গেও যুক্ত ছিল নিজ্জর। ভারতের তরফ থেকে তাকে নিষিদ্ধ জঙ্গি বলে ঘোষণাও করা হয়।
লন্ডনের ব্রাম্পটন শহরে খালিস্তানিপন্থীদের উত্থানের পিছনে প্রধান মুখ ছিল এই হরদীপ সিং নিজ্জর। ২০২২ সালে পাঞ্জাবের জলন্ধরে এক হিন্দু পুরোহিতকে নৃশংসভাবে খুন করে হরদীপ। NIA তার মাথার দাম ১০ লাখ টাকা ঘোষণা করেছিল। তবে তার এই রহস্যজনক হত্যার পিছনে “র” (RAW)- এর হাত রয়েছে বলে অভিযোগ খালিস্তানপন্থীদের।