Home - Crime - “কাশ্মীরি পণ্ডিত, হিন্দু ও পর্যটকদের নির্মূল করা হবে”- সন্ত্রাসবাদী গোষ্ঠী
দ্যা বেঙ্গল ট্রিবিউন ডেস্ক: পাকিস্তান-স্পন্সরড সন্ত্রাসী গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের অন্যতম শাখা “কাশ্মীর ফ্রিডম ফাইটারস” কাশ্মীরি পণ্ডিত সঞ্জয় শর্মাকে হত্যার দায় স্বীকার করে একটি বিবৃতি প্রকাশ করেছে। একইসঙ্গে তারা কাশ্মীরি পণ্ডিত এবং পর্যটক সহ এই অঞ্চলে বসবাসকারী অন্যান্য হিন্দুদের হত্যা করা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
রবিবার ভোররাতে পুলওয়ামায় এই সংগঠনটির জঙ্গিদের হামলায় গুলিবিদ্ধ হন সঞ্জয় শর্মা। নিহত সঞ্জয় আচান এলাকায় তার গ্রামের একটি ব্যাংকে সশস্ত্র প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাজারে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন, পরে তাকে হাসপাতালে স্থানান্তর করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।
এই হামলার ঘটনার পর, ইসলামিস্ট সন্ত্রাসবাদী গোষ্ঠী কাশ্মীর ফ্রিডম ফাইটারস এর দায় স্বীকার করেছে। এই সন্ত্রাসবাদী সংগঠনটির মুখপাত্র ওয়াসিম মির একটি বিবৃতিতে বলেছে, “আজ ভোরে আমাদের ক্যাডাররা আচান পুলওয়ামার বাসিন্দা কাশিনাথ শর্মার ছেলে সঞ্জয় শর্মা নামক একজন কাশ্মীরি পণ্ডিতকে হত্যা করেছে।”
KFF Statement.
এই বিবৃতিতে আরও বলা হয়, “আমরা ইতিমধ্যেই সাম্প্রতিক অতীতে বহুবার সতর্ক করেছি যে কোনও কাশ্মীরি পণ্ডিত, হিন্দু বা ভারত থেকে আসা পর্যটকদের হত্যা করা হবে। ৩৭০ অনুচ্ছেদ অপসারণের পরে এই লোকেরা তাদের বসতি স্থাপনকারী ঔপনিবেশিকতার এজেন্ডাকে এগিয়ে নেওয়ার জন্য দখলদারিত্ব ছাড়া আর কিছুই নয়। সুতরাং সেই দিন খুব বেশি দূরে নয় যখন প্রত্যেক কাশ্মীরি হিন্দুদের পুনরায় গণহত্যা করা হবে।” এই ইসলামিস্ট সন্ত্রাসবাদীরা আরও বলেছে যে, ধারা ৩৭০ প্রত্যাহারের প্রতিশোধ হিসাবে এই অঞ্চলে তারা হিন্দুদের হত্যা করছে।
উল্লেখ্য, এই সন্ত্রাসবাদী গোষ্ঠীটি অন্যান্য নিহত সন্ত্রাসীদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং কাশ্মীরি মুসলমানদের কোন হিন্দু বা পর্যটকদের আশ্রয় না দিতে বলেছিল। এই বিষয়ে বিবৃতিতে তারা বলেছে যে, “আমরা আমাদের শহীদ ভাইদের প্রতিটি ফোঁটা রক্তের প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা জনগণকে দখলদারের ঘৃণ্য পরিকল্পনা থেকে সতর্ক থাকতে বলছি, কোনো বহিরাগতকে আশ্রয় দেওয়া বন্ধ করতে বলছি।”
বিবৃতিটির শেষে এক সতর্কবার্তায় বলা হয়েছে যে, “আগামী দিনগুলিতে আমরা আরও আক্রমণ চালিয়ে সকলকে অবাক করে দেব।”