এবার মহাকাশ শাসনের লক্ষ্য! ISRO-NASA জোট, শুক্র-চাঁদ-মঙ্গলে যৌথ অভিযান - The Bengal Tribune
The Bengal Tribune
  • October 1, 2023
  • Last Update September 30, 2023 10:21 pm
  • kolkata

দ্যা বেঙ্গল ট্রিবিউন: মহাকাশ অভিযানে জোট বাঁধার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি ও ওয়াশিংটন। কয়েক বছর আগেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO (Indian Space Research Organisation) ও আমেরিকার মহাকাশ সংস্থা NASA (National Aeronautics and Space Administration) যৌথ উদ্যোগে “আর্থ অবজারভেশন” (Earth Observation) উপগ্রহ (Satellite) “নিসার” বানানোর উদ্দেশ্যে কাজ শুরু করেছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরে যৌথ মহাকাশ অভিযান “আর্টেমিস চুক্তি”-তে সই করেছে ভারত। এর ফলে ভবিষ্যতে চাঁদে নভোচারী পাঠানোর উদ্দেশ্যে NASA-র আর্টেমিস মিশনে অংশগ্রহণ করবে ISRO তথা ভারত৷ এছাড়াও মঙ্গল অভিযানে ISRO এবং NASA একযোগে কাজ করার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে আগামী ২০২৪ সালে মহাকাশে নভোচারী পাঠানো হতে পারে।

NASA-র মঙ্গল অভিযানের মূল পথপ্রদর্শক তথা প্রকল্পের কর্ণধার চিফ ইঞ্জিনিয়ার অ্যাডাম স্টেলটজ্‌নার ২০২০ সালে জানিয়েছিলেন যে, ISRO এবং NASA এবং “নিসার”, “সিএমবি ভারত” সহ বেশ কয়েকটি অভিযানে একযোগে কাজ করতে পারে, যার ফলে ভবিষ্যতে যৌথ মহাকাশ অভিযানের সম্ভাবনা তৈরি হয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *