পুরস্কারের নামটা হল Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel
সাধারণভাবে বলা হয় নোবেল মেমোরিয়াল প্রাইজ ইন ইকোনমিক সায়েন্স।
বিজ্ঞান, সাহিত্য, চিকিৎসাশাস্ত্র ও শান্তির জন্য দেওয়া নোবেল পদকের ডিজাইন ও অর্থনীতির জন্য দেওয়া পদকের ডিজাইন ভিন্ন।
অ্যালফ্রেড নোবেলের মৃত্যু হয় ১৮৯৬ সালে। নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯০১ সালে। অর্থনীতিতে পুরস্কার শুরু হয় ১৯৬৮ সালে।
পুরস্কারের মূল্য মূল নোবেল পুরস্কারের সমপরিমাণ। সুইডিস সেন্ট্রাল ব্যাঙ্ক শুরুর বছর ১৯৬৮ সালেই এজন্য মোটা অঙ্কের সুইস ক্রোনার অনুদান হিসাবে দিয়েছিল নোবেল কমিটিকে।
এছাড়াও প্রতিবছর প্রশাসনিক ব্যয় নির্বাহের জন্য নোবেল কমিটি ১০ লক্ষ সুইস ক্রোনার পেয়ে থাকে এই ব্যাঙ্কের কাছ থেকে।
নোবেল পরিবারের দুই সদস্য পিটার নোবেল এবং মার্তা হেলেনা নোবেল প্রকাশ্যেে এই অর্থনীতির নোবেল পুরস্কারকে ‘ফলস নোবেল’ বা ‘ভুয়ো নোবেল’ বলে আখ্যায়িত করেছেন।
একই সুরে বিজ্ঞান বা সাহিত্য শাখায় নোবেল জয়ীদের কেউ কেউ এই অর্থনীতির নোবেল পুরস্কারকে ‘স্পনসরড পুরস্কার’ বলে মনে করেন।
লেখা: Sudip RoyChowdhury.