দ্যা বেঙ্গল ট্রিবিউন: একসঙ্গে ৫০০-টি এয়ারবাস কেনার অর্ডার দেওয়ার মাধ্যমে বিশ্বরেকর্ড গড়েছে ভারতের বৃহত্তম এয়ারলাইন ইন্ডিগো।
গত ফেব্রুয়ারিতে এয়ারবাস এবং বোয়িংকে একসঙ্গে ৪৭০-টি বিমানের অর্ডার দিয়েছিল এয়ার ইন্ডিয়া। অতীতের সেই রেকর্ড ভেঙে দিয়ে একসঙ্গে ৫০০-টি এয়ারবাসের অর্ডার দিয়েছে ইন্ডিগো এয়ারলাইনস। ইন্ডিগো বোর্ডের চেয়ারম্যান ভি সুমন্ত্রান, ইন্ডিগোর সিইও পিটার এলবার্স, এয়ারবাসের সিইও গুইলাম ফৌরি এবং এয়ারবাসের চিফ কমার্শিয়াল অফিসার এবং ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান শেরের প্রধানের উপস্থিতিতে গত ১৯ জুন প্যারিস এয়ার শো-তে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
এয়ারবাস এক বিবৃতিতে জানিয়েছে যে, “বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে বড় একক ক্রয়ের রেকর্ড গড়েছে ৫০০-টি A320 বিমানের এই অর্ডারটি। এই সর্বশেষ চুক্তিটির মাধ্যমে ইন্ডিগোর মোট এয়ারবাস বিমানের সংখ্যা ১৩৩০ -টিতে এসে দাঁড়িয়েছে, যা বিশ্বের সর্ববৃহৎ A320 ফ্যামিলি।”