ভারতের চন্দ্র জয়! চাঁদের অজেয় দক্ষিণ মেরুর মাটিতে ইসরোর চন্দ্রযান ৩ - The Bengal Tribune
The Bengal Tribune
  • September 27, 2023
  • Last Update September 26, 2023 5:56 pm
  • kolkata

দ্যা বেঙ্গল ট্রিবিউন: চাঁদের রহস্যময় দক্ষিণ মেরু জয় করে ইতিহাস গড়লো ইসরো তথা ভারত। পৃথিবীর প্রথম দেশ হিসেবে, আজ সন্ধ্যা ৬.০৩ মিনিটে, চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে সফলভাবে অবতরণ করে এই ইতিহাস গড়েছে ইসরোর (ISRO) চন্দ্রযান ৩। এসময় ইসরোর সদর দফতরে ভিডিও কলের মাধ্যমে এই বিরল মুহূর্তের সাক্ষী হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

 

২০১৯ সালে চন্দ্রযান-২ (Chandrayaan 2) মিশন শেষ মুহূর্তে ব্যর্থ হয়। সেই সময়ে এই ব্যর্থতা নিয়ে দেশের অভ্যন্তরে এক শ্রেণির তথাকথিত বুদ্ধিজীবী ও ভারতবিরোধী শক্তিরা, তৎকালীন ইসরো (ISRO) চিফ কে সিভানের নেতৃত্বাধীন ইসরোর (ISRO) বিজ্ঞানীদের সক্ষমতা ও তাঁদের আধ্যাত্মিক চেতনা নিয়ে ব্যপক সমালোচনা ও উপহাস করেছিল।

চোখের জলের আড়ালে হয়তো সেদিন ইসরোর (ISRO) বিজ্ঞানীরা মহাকাশে ইতিহাস সৃষ্টির শপথ করেছিলেন। ইসরোর বিজ্ঞানীদের সেই দুঃসময়ে আদর্শ নেতার ন্যায় পাশে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

চাঁদের রহস্যাবৃত দক্ষিণ মেরুতে পৃথিবীর প্রথম দেশ হিসেবে সফলভাবে পৌঁছানোর মাধ্যমে, সেদিনের সমালোচনার মুখে রীতিমতো ঝামা ঘষে দিয়ে ইতিহাস রচনা করেছে ইসরোর (ISRO) চন্দ্রযান ৩ (Chandrayaan 3) মিশন। মানবজাতির মহাকাশ গবেষণার ইতিহাসে ভারতের এই বিরল অর্জন মানবজাতির ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, এমনটাই অভিমত বিশেষজ্ঞদের।

administrator

Related Articles

1 Comment

Avarage Rating:
  • 0 / 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *