মাদকের ডেলিভারি দিতে গিয়ে গ্রেপ্তার মসজিদের ইমাম আর্শাদ উজ জামান - The Bengal Tribune
The Bengal Tribune
  • October 1, 2023
  • Last Update September 30, 2023 10:21 pm
  • kolkata

দ্যা বেঙ্গল ট্রিবিউন: বর্তমানে উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশের এক বড় সমস্যা হলো মাদকের চোরাচালান। দেশের এই অঞ্চলে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা মাদকের চোরাচালানের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করছে। অতীতে আসাম, মিজোরাম, মনিপুর ও নাগাল্যান্ডে গ্রেপ্তার হওয়া মাদক কারবারীদের প্রায় সকলেই বাংলাদেশী অনুপ্রবেশকারী দেখা গিয়েছে।

এবার আসামে মাদক চোরাচালানের সাথে জড়িত এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ইমামের নাম আর্শাদ উজ জামান ৷

ধৃত মাদক চোরাচালানকারী ইমাম আর্শাদ উজ জামান বরপেটার ধান বান্ধা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। গত ২০শে জুন, দানাকুচি এলাকায় মাদকের ডেলিভারি দিতে যাওয়ার পথে একটি মোটরবাইক সহ তাকে আটক করা হয়।

পুলিশ চেকিং-এ তার মোটরবাইকে তল্লাশি চালিয়ে ৩৮ গ্রাম নিষিদ্ধ মাদক খুঁজে পায় পুলিশ। এই মাদক ছাড়াও ধৃতের কাছ থেকে নগদ ১ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।

ধৃত ইমাম জামান জানায়, বরপেটা জেলার পূর্ব দেউরীকুচি মসজিদের ইমাম হিসেবে সে কাজ করতো। দ্রুত বড়লোক হওয়ার উদ্দেশ্যে এক বছর আগে নিষিদ্ধ মাদকের কারবার শুরু করে সে। পেশায় ইমাম হওয়ায় মাদক কারবারি হিসেবে কেউ সন্দেহ করতো না। নিজের বাইকের মাধ্যমে খুব সহজেই মাদকের ডেলিভারি করতে পারতো সে। ধৃত ইমামকে আরও জেরা করছে পুলিশ।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *