Home - News Report - “আমি মোদির একজন ভক্ত” – ট্যুইটার সিইও ইলন মাস্ক
দ্যা বেঙ্গল ট্রিবিউন: সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এই যুক্তরাষ্ট্র সফর সাম্প্রতিক বৈশ্বিক রাজনীতির নিরিখে বেশ তাৎপর্যপূর্ণ বলে মতামত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এই সফরে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, প্রতিরক্ষা ও বাণিজ্য সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।
এই সফরের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করেছেন স্পেসেক্স, টেসলা কর্ণধার ও ট্যুইটার সিইও ইলন মাস্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করে বেরিয়েই জানিয়েছেন নিজের অভিজ্ঞতা। এসময় ভারতের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন ইলন মাস্ক। জানান, প্রধানমন্ত্রীর দূরদর্শিতা দেখে তিনি মুগ্ধ হয়েছেন।
ইলন মাস্ক বলেন, “আমি নিশ্চিতভাবে বলতে পারি যে উনি ভারতের জন্য সঠিক জিনিসটাই চান। উনি সত্যিই ভারতের জন্য কিছু করতে চান এবং ভারতে বৈদেশিক বিনিয়োগ আনতে তিনি আগ্রহী। একইসঙ্গে তিনি ভারতের স্বার্থ অক্ষুণ্ণ থাকুক সেটাও চান, যা সত্যিই প্রশংসার যোগ্য। আমি নরেন্দ্র মোদির একজন ভক্ত।”
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ইলন মাস্কের এই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই ভিডিও শেয়ার করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করছে।