৮ বছরে আইনজীবীদের পিছনে রাজ্যের অর্থ ব্যয়ের মহোৎসব, ৩১২.৫ শতাংশ খরচ বৃদ্ধি! - The Bengal Tribune
The Bengal Tribune
  • September 27, 2023
  • Last Update September 26, 2023 5:56 pm
  • kolkata

দ্যা বেঙ্গল ট্রিবিউন: একের পর এক মামলা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রীতিমতো নাজেহাল অবস্থা। নিয়োগ দুর্নীতি, কয়লা, গরু, বালি পাচারের মতো প্রায় ১০টিরও বেশি মামলা নিয়ে ব্যতিব্যস্ত রাজ্য সরকার। এই সকল মামলার খরচ মেটাতে রাজ্য সরকারের (West Bengal Government) বিগত ৮ বছরে আইনজীবীদের (Expenses on Lawyers) পিছনে ৩১২.৫ শতাংশ খরচ বৃদ্ধি পেয়েছে। সংখ্যাটি অবিশ্বাস্য মনে হলেও, এটাই বাস্তবতা। 

সম্প্রতি বাংলা হান্ট সংবাদপত্র এই বিষয়ে বিস্তারিত একটি রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে বলা হয়েছে যে, তথ্যের অধিকার (আরটিআই) (RTI) আইনের অধীনে এইচটি-কে দেওয়া তথ্য অনুসারে, আইনি খরচ মেটাতে পশ্চিমবঙ্গ সরকারের তহবিল বরাদ্দ ২০১৪-১৫ সালে ২৪ কোটি থেকে বেড়ে ২০২২-২৩ সালে দাঁড়িয়েছে ৭৫ কোটিতে। অর্থাৎ বর্তমানে এই রাজ্যে আইনজীবীর পিছনে খরচ বেড়েছে তিন গুনেরও বেশি।

রিপোর্টে আরও বলা হয়েছে যে, আরটিআই (RTI) তথ্য অনুসারে, গত ৮ বছরে শুধুমাত্র আইনজীবী বাবদ রাজ্য সরকারের খরচ বেড়েছে ৩১২.৫ শতাংশ। উল্লেখ্য, কেবল জেলা আদালত, ফাস্ট ট্র্যাক কোর্ট এবং হাই কোর্টে নিযুক্ত আইনজীবীদের জন্য এই খরচ করা হয়েছে। এতে সুপ্রিম কোর্ট অর্থাৎ শীর্ষ আদালতের খরচ অন্তর্ভুক্ত নয়।

বাংলা হান্টের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, একদিকে মামলাগুলি একবার হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যায় এবং সেখান থেকে তা আবার সুপ্রিম কোর্টে যায়, যেখানে প্রতিটি ক্ষেত্রেই রাজ্যকে আইনজীবী নিয়োগ করতে হয়। আবার সেই মামলায় কখনও কেউ চাকরি হারালে বা কেউ নিয়োগ না পেলে আলাদা ভাবে আবেদন করছেন। তাতেও সরকার পক্ষের আইনজীবীকে উপস্থিত থাকতে হচ্ছে। ফলে সব মিলিয়ে স্বাভাবিকভাবেই বিপুল পরিমাণ টাকা রাজ্য সরকারকে খরচ করতে হচ্ছে। বাংলা হান্টের রিপোর্টে আরটিআই (RTI) তথ্য অনুযায়ী দেখা যায়, ২০১৬ সালে রাজ্য সরকার ১১ হাজার ৯৬৯ টি ফৌজদারি মামলার সঙ্গে যুক্ত ছিল। বর্তমানে সেই সংখ্যা অনেকটাই বেড়ে ২০২২-২৩ সালে ১৬ হাজার ৩৫ টিতে এসে দাঁড়িয়েছে। অন্যদিকে, ২০১৬ সালে জেলা আদালতে ২২ হাজার ৮২৮ টি মামলায় যুক্ত ছিল সরকার পক্ষ। ২০২২-২৩ সালে তার পরিমান হয়েছে ২৫ হাজার ৫৭৬।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *