Home - Entertainment - হিন্দু ধর্ম ও বিজ্ঞানের সম্পর্ক, প্রকাশিত হলো ‘হিন্দুইজম: দ্যা মাদার অফ অল সায়েন্সেস’
দ্যা বেঙ্গল ট্রিবিউন ডেস্ক: পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম হলো সনাতন, যা বর্তমানে হিন্দু ধর্ম নামে ব্যাপকভাবে প্রচলিত। সনাতন ধর্ম শুধুমাত্র একটি ধর্ম নয়, একটি জীবনধারা ও জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ মতবাদও। আর তাই সনাতন তথা হিন্দু ধর্মের বিভিন্ন বৈজ্ঞানিক দিক ও আবিষ্কারগুলো তুলে ধরার লক্ষ্যে ভয়েস অফ হিন্দুস্তান সংগঠনের নির্দেশনায় “হিন্দুইজম: দ্যা মাদার অফ অল সায়েন্সেস” (Hinduism: The Mother of All Sciences) নামক বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। বইটির লেখক শ্রী ময়ূখ দেবনাথ হিন্দুধর্মের বৈজ্ঞানিক দিকগুলিকে মানুষের সামনে তুলে ধরতে চেয়েছিলেন। মূলত সেই ভাবনা থেকেই তিনি বইটি লিখেছেন বলে জানান। এই বইটিতে ‘বিমান’ নামক প্রাচীন ভারতীয় বিমান, প্রাচীন বিশ্বের সিভিল ইঞ্জিনিয়ারিং বিস্ময় হিসাবে গঙ্গা নদী, শিব লিঙ্গের পিছনে বিজ্ঞান, এবং মানবজাতির সর্বকালের সেরা শিক্ষা ব্যবস্থা- গুরুকুল ব্যবস্থা ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়েছে।
বইটিতে ম্যাক্স প্ল্যাঙ্ক বিশ্ববিদ্যালয়ে গীতায় উল্লিখিত তত্ত্বগুলি নিয়ে করা রিসার্চ, নক্ষত্রের মধ্যে লুকিয়ে থাকা স্বস্তিকা এবং বিশ্বসেরা প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা নিয়েও আলোচনা করা হয়েছে। লেখক এও প্রশ্ন করেছেন যে নিউটন কি সত্যিই মহাকর্ষ আবিষ্কার করেছেন? তিনি একইসঙ্গে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে, কীভাবে হিন্দু ঐতিহ্যের আবরণে থাকা বৈজ্ঞানিক অনুশীলন বিভিন্নভাবে আমাদের জীবনধারার মাধ্যম হয়ে রয়েছে।
Hinduism: The Mother of All Sciences. লেখক: ময়ূখ দেবনাথ।
বইটিতে ভারতে কী কী আবিষ্কৃত হয়েছিল, কেন ভারত সবচেয়ে উন্নত ইস্পাত তৈরির প্রযুক্তির আবাসস্থল ছিল, দীপাবলির সময় বাজি পোড়ানোর তাৎপর্য, এবং রাম সেতুর ইঞ্জিনিয়ারিং বিস্ময় সহ ইত্যাদি আরও বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়েছে।
লেখক ময়ূখ দেবনাথ এই বইয়ের মাধ্যমে হিন্দু ধর্মে বিদ্যমান বৈজ্ঞানিক জ্ঞানের ওপর আলোকপাত করেছেন। বইটি পাঠকদের বিজ্ঞান এবং ধর্মের মধ্যে সংযোগ অন্বেষণ করার একটি সুযোগ তৈরী করেছে। প্রাচীন ভারতীয় জ্ঞানচর্চা ব্যবস্থা এবং বিজ্ঞানে এর অবদান বুঝতে আগ্রহী পাঠকদের এই বইটি অবশ্যই একবার পড়ে দেখা উচিত।