বাংলাদেশের যশোর জেলার অভয়নগরে ইসলাম অবমাননার অভিযোগে এক হিন্দু স্কুলশিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম গত রবিবার বিডিনিউজ২৪ কে এই তথ্য জানান। ভুক্তভোগী হিন্দু শিক্ষকের নাম নিউটন সরকার। বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে। তিনি অভয়নগর উপজেলার ‘দেয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের’ জীববিজ্ঞানের শিক্ষক।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী, দেয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার দুপুর নাগাদ স্কুলের মুসলিম শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন ইসলামিক সংগঠনের শতাধিক নেতা-কর্মী স্কুলের মাঠে এসে জড়ো হয় এবং ভুক্তভোগী হিন্দু শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকে।
অষ্টম শ্রেণির বেশ কিছু মুসলিম শিক্ষার্থীর অভিযোগ, গত বুধবার (২৫ জানুয়ারি) বিজ্ঞান ক্লাস নিচ্ছিলেন হিন্দু শিক্ষক নিউটন সরকার। এসময় তিনি ইসলাম ধর্ম ও নবী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। ক্লাস শেষে তারা প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানায়। তিনি বিষয়টি দেখবেন বলে সেদিন তাদেরকে বাড়ি চলে যাওয়ার পরামর্শ দেন।
এরপর টানা তিনদিন বৃহস্পতিবার সরস্বতী পূজা ও সরকারি ছুটি উপলক্ষে স্কুল বন্ধ ছিল। এলাকাবাসীর ভাষ্যমতে, রবিবার স্কুল খোলার পর নিউটন সরকারের বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু হয়। এসময় সেখানে স্থানীয় বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতা-কর্মীরা এসে উপস্থিত হয় পরিস্থিতি উত্তপ্ত হওয়া শুরু করে৷
এরপর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, অভয়নগর থানার ওসি, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদ একটি জরুরি সভায় নিউটন সরকারকে সাময়িক বরখাস্ত করার ঘোষণা দেয়। এই ঘোষণার পর বিক্ষোভ থামে।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি লুৎফর রহমান বলেন, নিউটন সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের ইসলাম অবমাননার অভিযোগ রয়েছে। সেটি ‘প্রমাণিত হওয়ায়’ তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম আরও জানান, এই ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন তারা৷ এছাড়াও তিনি আরও জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ভুক্তভোগী হিন্দু শিক্ষক নিউটন সরকার ব্যপক ভীতির মধ্যে দিনযাপন করছেন। তিনি ইসলাম অবমাননার এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেন, “গত বুধবার অষ্টম শ্রেণির বিজ্ঞান ক্লাসে বিজ্ঞানের বাস্তবতা সম্পর্কে কথা বলেছি। দেব-দেবী ও নবীদেরকে শ্রদ্ধা এবং বিশ্বাসের সঙ্গে সম্মান দেওয়ার কথা বলেছিলাম। শিক্ষার্থীরা আমার কথা পরিবর্তন করেছে। কেন বা কী কারণে তারা এমন করেছে আমি বুঝতে পারছি না।”
1 Comment