হনুমানের মুখে নিম্নমানের সংলাপ, দর্শকদের ক্ষোভের মুখে পরিবর্তনের ঘোষণা - The Bengal Tribune
The Bengal Tribune
  • October 1, 2023
  • Last Update September 30, 2023 10:21 pm
  • kolkata

দ্যা বেঙ্গল ট্রিবিউন: আদিপুরুষ সিনেমায় ভগবান হনুমানের মুখের ভাষা শুনে বেজায় ক্ষুব্ধ হয়েছে সাধারণ হিন্দুরা। ক্ষোভ এতোটাই চরমে পৌঁছে যায় যে, হাইকোর্টে দায়ের করা হয় জনস্বার্থ মামলা। দর্শকদের প্রবল চাপের মুখে এবার হনুমানের সংলাপে পরিবর্তন আনা হচ্ছে।

আদিপুরুষ সিনেমার প্রযোজক সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে যে, নতুন করে কিছু অংশ ডাবিং করা হবে। তারা আরও জানিয়েছে যে, ইতিমধ্যেই ডাবিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। গত ১৮ তারিখে নতুন সংলাপ লেখা হয়েছে। সিনেমার নির্মাতারা আশা করছেন যে, নতুন সংলাপ দর্শকদের ভালো লাগবে।

এদিকে আদিপুরুষ সিনেমায় হনুমানকে সংলাপ বলতে দেখা যায়, ‘কাপড় তোর বাবার, তেল তোর বাবার, আগুন তোর বাবার, জ্বলবেও তোর বাবার।’ এই বিরূপ সংলাপের পরেই ক্ষোভে ফুঁসে ওঠে সাধারণ দর্শক। তাঁদের বক্তব্য, হনুমানকে ভগবান হিসেবে পুজো করা হয়। তাঁর মুখে এই ধরনের নিম্নমানের সংলাপ কিছুতেই মেনে নিতে পারছেন না নেটিজেনরা। এমনকি আদিপুরুষ সিনেমাটি নিষিদ্ধ করার দাবিও উঠেছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *