স্ব-ইচ্ছায় সনাতন ধর্মে ফিরে এলেন ১০০ জন ইসলাম ধর্মাবলম্বী
বড়দিনে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে সনাতন ধর্মে ফিরে এলেন ১০০ জন মুসলিম। গত ২৫ শে ডিসেম্বর উত্তর প্রদেশের খুরজাতে এই “ঘর ওয়াপসি” কার্যক্রমের আয়োজন করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। স্থানীয় বিজেপি বিধায়ক মীনাক্ষী সিং এই কার্যক্রমে এদিন উপস্থিত ছিলেন। তিনি বলেন, ” ২০ টি মুসলিম পরিবারের ১০০ জন সদস্য স্ব-ইচ্ছায় পূর্ব পুরুষের ধর্মে ফিরে এসেছেন।”
মীনাক্ষী সিং আরও বলেন, ” তাঁরা এখন থেকে শ্রী রাম, শ্রী কৃষ্ণ সহ অন্যান্য সকল সনাতনী দেবদেবীর উপাসনা করার শপথ নিয়েছেন।”
হিন্দু ধর্মে পুনরায় ফিরে আসা সন্দীপ বাল্মিকী বলেন, “আমার বাচ্চার সুস্থতা কামনা করে আমি যীশুর কাছে প্রার্থনা করেছিলাম। কিন্তু আমার মা মারা যাওয়ার পর ওরা আমাদেরকে জোরপূর্বক খ্রিস্টান ধর্মের বিভিন্ন নিয়মনীতি পালন করতে বাধ্য করেছিল। যদিও আমার চেয়েছিলেন তাঁর শেষকৃত্য যেন হিন্দু ধর্মমতেই হয়।”
রাষ্ট্রীয় চেতনা মিশনের প্রেসিডেন্ট হেমন্ত সিং বলেন, “বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে আয়োজিত, সনাতন ধর্মে ঘর ওয়াপসির এই কার্যক্রমে আমরা হিন্দু ধর্মে ফিরে ব্যক্তিদের স্বাগতম জানাচ্ছি। অনেক মানুষ যারা বিভিন্ন কারণে ধর্মান্তরিত হয়েছিল, তারা এখন সনাতন ধর্মে ফিরে আসছে।”
News source: The New Indian.