Home - News Report - দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড পোস্ট অফিস উদ্বোধন
দ্যা বেঙ্গল ট্রিবিউন: দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড (3D Printed) পোস্ট অফিসের ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেঙ্গালুরুর কেমব্রিজ লেআউটে এই পোস্ট অফিসটি উদ্বোধন করা হয়। নির্মাতা সংস্থা লার্সেন অ্যান্ড টুবরো এই পোস্ট অফিসটি তৈরী করেছে।
মাত্র ৪৩ দিনে এই পোস্ট অফিসটি তৈরীতে লার্সেন এন্ড টুবরোর সাথে একযোগে কাজ করা সহ প্রযুক্তিগত সমর্থন দিয়েছে আইটিআইটি মাদ্রাজ (IIT Madras)। এই উদ্যোগের পিছনে অন্যতম ব্যক্তি হলেন আইআইটি মাদ্রাজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মনু সন্থানম।
কেন্দ্রীয় রেল, কমিউনিকেশন, ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রকের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এটিকে দেশের প্রযুক্তি খাতের অন্যতম অর্জন বলে মন্তব্য করেন এবং দেশবাসীর প্রতি এই উদ্যোগকে উৎসর্গ করেছেন।