Home - Crime - বিহারের কিষাণগঞ্জ জেলায় ২টি হিন্দু মন্দিরে অজ্ঞাত দুষ্কৃতীদের আগুন
দ্যা বেঙ্গল ট্রিবিউন ডেস্ক: বিহারের কিষাণগঞ্জ জেলায় গত ১১ মার্চ গভীর রাতে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে হামলা চালিয়েছে অজ্ঞাত দুষ্কৃতীরা। কিষাণগঞ্জ জেলার কোচধামন থানার মাস্তান চক এলাকায় দুষ্কৃতীরা দুটি হিন্দু মন্দিরে আগুন ধরিয়ে দেয়। এই আগুনে বজরংবলী মন্দিরের আংশিক ক্ষতি হয়েছে এবং দেবী দুর্গা মন্দির পুড়ে ছাই হয়ে গেছে।
দুই মন্দিরের মাঝখানে মদন লাল নামে এক হিন্দু দোকানদারের ঘর এসময় পুড়িয়ে দেওয়া হয় এবং বজরংবলী মন্দিরের পুরোহিতও অগ্নিদগ্ধ হন।
এলাকাবাসীর অভিযোগ, এলাকার শান্তি বিঘ্নিত করার উদ্দেশ্যেই হিন্দুদের বিশ্বাসের কেন্দ্রকে টার্গেট করা হয়েছে। জনসাধারণের দাবি, ঘটনাস্থলে যারা মন্দির ভাঙচুর করেছে তাদের চিহ্নিত করে দ্রুত SIT টিম গঠন করে গ্রেফতার করতে হবে।
এটিকে জঘন্য কাজ হিসেবে আখ্যা দিয়ে স্থানীয় ম্যাজিস্ট্রেট বলেন, “এই ঘটনা ঘটিয়ে যারা জেলার আইনশৃঙ্খলা নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করেছে তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করা হবে।’ প্রশাসন জানিয়েছে যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।