কমিউনিস্ট পার্টির ফাউন্ডিং মেম্বার কমরেড শ্রীপাদ ডাঙ্গে সীতাপুর জেল থেকে ব্রিটিশ সুপারিনটেনডেন্টকে কী লিখেছিলেন দেখা যাক:–
“…সম্মানপূর্বক এই যে মুচলেকা আমি দিচ্ছি তা হুজুরের সন্তোষজনক হবে এবং আমি আশা করি যে হুজুর আমার প্রার্থনা মঞ্জুর করবেন। আমি উৎকণ্ঠার সহিত হুজুরের উত্তরের অপেক্ষায় থাকব।…”
― হুজুরের বাধ্য ও বিশ্বস্ত ভৃত্য শ্রীপাদ অমৃত ডাঙ্গে
২৮শে জুলাই, ১৯২৪
***
তথ্যসূত্র: আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি; কমরেড মুজফফর আহমেদ।
ব্রিটিশদের বশ্যতা মেনে নেওয়া ছাড়াও ব্রিটিশ পরবর্তী সময়ে এই বাম নেতারাই ‘পাকিস্তানের বিশ্বস্ত নাগরিক’ হতে চেয়েছিল।
***************
“…কিন্তু দেশভাগ ও বঙ্গভাগের ওই উৎসাহতরঙ্গ রােধিবে কে? সাতচল্লিশ সালের মধ্য-অগস্ট, রাতারাতি পাকিস্তানের নাগরিক হয়ে গেলাম। আমরা অবশ্য মনস্থির করেছিলাম, যে-কংগ্রেস দল আমাদের প্রতি বিশ্বাসঘাতকতা করলাে, যে-দল অথচ স্বাধীনতা-উত্তর ভারতবর্ষের নেতৃত্ব দেবে, তার সম্পর্কে সম্পূর্ণ মােহমুক্ত হওয়াই ভালাে: আমরা পাকিস্তানের বিশ্বস্ত নাগরিক হবাে, সব সম্প্রদায়ের মানুষজন মিলেমিশে নতুন দেশ গঠন করবাে।…”
―কমরেড অশোক মিত্র, ‘আপিলা চাপিলা’।
***
‘পাকিস্তানের বিশ্বস্ত নাগরিক’ হতে চাওয়া এই অশোক মিত্রই বাম আমলে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী হয়।
কৃতজ্ঞতা: আমাগো একখান দ্যাশ আসিলো।