আমাদের দেবী সরস্বতী জাপানে পূজিতা হন ‘বেঞ্জাইতেন’ নামে।জাপানীরা হাজার বছরেরও বেশি সময় ধরে দেবী সরস্বতীর পূজা করে আসছেন। বিশুদ্ধ সংস্কৃত মন্ত্রোচ্চারণ এমনকি হোমযজ্ঞ পর্যন্ত করা হয় সরস্বতীর পূজায়।

জাপানবাসীর সবচেয়ে প্রিয় দেবী সরস্বতী, জাপানে পূজিতা হন “বেঞ্জাইতেন” (Benzaiten) নামে৷ সরস্বতীর হাতে যেমন বীণা থাকে, তেমনি দেবী বেঞ্জাইতেনের (Benzaiten) হাতেও “বিওয়া” নামের এক ঐতিহ্যবাহী জাপানি বাদ্যযন্ত্র দেখতে পাওয়া যায়।

খ্রীস্টীয় দ্বিতীয় শতক থেকে পঞ্চদশ শতক পর্যন্ত প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের বিস্তীর্ণ স্থলভাগ জুড়ে চম্পা দেশের হিন্দু রাজাদের বিশাল প্রভাব ছিল৷ বর্তমানে মধ্য ও দক্ষিণ ভিয়েতনামের বিরাট অংশ জুড়ে ছিল সেই চম্পা রাজ্য। বৌদ্ধ ধর্ম জাপানে পৌঁছবার অনেক আগেই এই চম্পা রাজ্য হয়ে হিন্দু ধর্ম পৌঁছে গিয়েছিল জাপানে।
শুধু দেবী সরস্বতীই নয়। বহু শতাব্দী ধরেই লক্ষ্মী, গণেশ, ইন্দ্র, ব্রহ্মা প্রভৃতি হিন্দু দেবদেবী জাপানে বৌদ্ধ দেবদেবী হিসেবে পূজিত হচ্ছেন। প্রাচীন ভারতবর্ষের দেবদেবীদের পরম শ্রদ্ধায় আপন করে নিয়েছে জাপান।
লেখা: Temples with Atanu.