দ্যা বেঙ্গল ট্রিবিউন: ভারতের সফল চন্দ্রাভিযান নিয়ে বিরূপ মন্তব্য করে ব্যপক সমালোচনার মুখে পড়েছেন তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি (Idris Ali)। চন্দ্রাভিযানকে মোদি সরকারের হাততালি পাওয়ার চেষ্টা হিসেবে অভিহিত করে তিনি বলেছেন যে, চাঁদে অভিযান করে কী লাভ হবে তা তিনি বুঝতে পারছেন না।
গতকাল সন্ধ্যা ৬.০৩ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে পৃথিবীর প্রথম দেশ হিসেবে সফলভাবে অবতরণ করে ভারত তথা ইসরোর (ISRO) চন্দ্রযান ৩। মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে এটি ভারতের যুগান্তকারী সাফল্য। পৃথিবীর প্রতিটি প্রান্তের মানুষ এই বিরল অর্জনের জন্য ভারতকে সাধুবাদ জানাচ্ছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিশন চন্দ্রযান ৩ এর সাফল্যের জন্য অভিবাদন জানিয়েছেন। সেখানে তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির বিরূপ মন্তব্য স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসকে বেশ অস্বস্তিতে ফেলেছে।
ইদ্রিশ আলি বলেন, “গরিব মানুষ খেতে পাচ্ছে না, দেশ পিছিয়ে যাচ্ছে। যে টাকায় চন্দ্রাভিযান, সেই টাকায় উন্নয়ন করা সম্ভব।” তার এই মন্তব্যের তীব্র বিরোধিতা জানিয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তাকে কুয়োর ব্যাঙয়ের সাথে তুলনা করেছেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ইদ্রিশ আলির এই মন্তব্যকে নিয়ে ব্যপক কটাক্ষ ও প্রতিবাদ জানাচ্ছে নেটিজেনরা।