'গরু চোর' স্লোগানে অনুব্রতকে স্বাগত জানানো হলো হাসপাতালে - The Bengal Tribune
The Bengal Tribune
  • September 19, 2023
  • Last Update August 27, 2023 11:21 am
  • kolkata

দ্যা বেঙ্গল ট্রিবিউন ডেস্ক: গতকাল দিল্লিতে উড়ে যাওয়ার আগে একাধিক দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মন্ডলকে জোকা-ইএসআই হাসপাতালে মেডিকেল চেক-আপের জন্য নিয়ে যাওয়া হয়। ডাক্তারি পরীক্ষার পরে এই টিএমসি (TMC) নেতাকে জরুরী কক্ষ থেকে বের করে নেওয়ার সাথে সাথে হাসপাতালের ভিতরে উপস্থিত সাধারণ জনতা তার বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে।

এসময় ইএসআই (ESI) হাসপাতালের ভিতরে “গরু চোর” স্লোগান শোনা যায়। শ্লোগান দিতে থাকা মানুষেরা নিজেদের স্থানীয় বাসিন্দা বলে দাবি করেন। তাদের মধ্যে একজন বলেন, “আমরা এখানে সবচেয়ে বড় গরু চোর দেখতে এসেছি। আমরা জানতে পেরেছি যে তিনি ইডি-র (ED) সাথে দিল্লিতে যাচ্ছেন।”

তিনি আরও বলেন, “তাই কলকাতা ছাড়ার আগে আমরা তাকে শেষবারের মতো দেখতে চেয়েছিলাম। আমি গরু চোরকেই দেখতে এসেছিলাম। কত বড় গরু চোর, সেটাই দেখতে এসেছিলাম এবং দেখলাম সামনে থেকে। গরু চোর কীরকম হতে পারে, সেটাই দেখার জন্য এসেছিলাম।”

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *