২০ বছর ধরে তালাবদ্ধ, উদ্ধার হল ভাই-বোন জুটি - The Bengal Tribune
The Bengal Tribune
  • September 22, 2023
  • Last Update August 27, 2023 11:21 am
  • kolkata

দ্যা বেঙ্গল ট্রিবিউন: গত ১৮ মার্চ, হরিয়ানার আম্বালা ক্যান্টের বোহ গ্রাম থেকে ২০ বছর ধরে ঘরের মধ্যে আটকে থাকা এক ভাই-বোন যুগলকে উদ্ধার করা হয়ে। উদ্ধারকৃত ভাই-বোন জুটির নাম সুনীল ও ইন্দু শর্মা।

ইন্দু এবং সুনীল ২০ বছর আগে তাদের বাবা-মা মারা যাওয়ার পর নিজেদেরকে ঘরে তালাবদ্ধ করে রেখেছিলেন। উদ্ধার হওয়া ভাইবোনের বাবা সূর্য প্রকাশ শর্মা একজন আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন। রিপোর্টে বলা হয়, ইন্দু ও সুনীল মানসিকভাবে ভালো নেই। ইন্দুর মাস্টার অফ আর্টস (এমএ) এবং ব্যাচেলর অফ এডুকেশন (বি.এড) ডিগ্রি রয়েছে।

সমাজসেবী সংস্থা মানুখতা দি সেবা এবং বন্দে মাতরম দল এই দুই ভাইবোনকে উদ্ধার করে লুধিয়ানায় নিয়ে যায়। সেখানে দুজনকে সেবাশুশ্রূষা করে সুস্থ জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানায় উদ্ধারকারী সংগঠন দুটি। তাদের প্রতিবেশীরা নিয়মিত তাদের খাবার সরবরাহ করায় তারা দুজন বেঁচে থাকতে সক্ষম হয়েছিল। তবে উদ্ধারের সময় দুজনকে ক্ষতবিক্ষত অবস্থায় দেখা যায়।

রিপোর্ট অনুসারে , ইন্দু এবং সুনীল তাদের বাবা-মায়ের মৃত্যুর পরে বিষণ্ণতায় ডুবে গিয়েছিল এবং আত্মীয়দের বারবার অনুরোধ সত্ত্বেও, তারা তা শুনতে রাজি হননি। টানা ২০ বছর ধরে এই ভাইবোন যুগল সেখানে ছিলেন।

“মানুখতা দি সেবা” সংস্থার সদস্য মিন্টু মালওয়ার মতে, তার সংস্থা যাদের পরিবার বা আত্মীয় নেই বা মানসিকভাবে অসুস্থ তাদের সাহায্য করে থাকে। ইন্দু ও সুনীল সম্পর্কে জানতে পেরে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে শুরু করে তারা। শিক্ষা থাকা সত্ত্বেও, উভয়ই বর্তমানে খারাপ শারিরীক অবস্থার মধ্যে রয়েছে। মালওয়া বলেন, “আমাদের সংস্থা তাদের দুজনকেই সুস্থ জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছে।”

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *