Home - Crime - মাধ্যমিক পরীক্ষা আটকাতে অ্যাসিড ঢেলে সহপাঠীর হাত পুড়িয়ে দিলো আরিফ
দ্যা বেঙ্গল ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় একটি নৃশংস ঘটনা সামনে এসেছে। একজন ছাত্রী প্রায়ই তার ক্লাসে ভালো ফলাফল করতো। আর এতেই ক্ষিপ্ত হয়ে তার ওপর অ্যাসিড আক্রমণ করে সহপাঠী আরিফ শাহ। অ্যাসিড আক্রমণের ফলে ভুক্তভোগী মেয়েটির হাতের তালু এবং কব্জি পুড়ে গেছে। পরীক্ষায় ভালো ফলাফল করা থেকে বাধা দেওয়ায় উদ্দেশ্যে সহপাঠী আরিফ৷ শাহ এই অ্যাসিড হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী লক্ষ্মী (নাম পরিবর্তিত) তেজহাটি জেএম হাই স্কুলের ছাত্রী। এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থী সে। পরীক্ষার ভালো ফলাফল করা ছাড়াও রাজ্যে র্যাঙ্ক করার জন্য আগে থেকেই বেশ প্রস্তুতি নিচ্ছিল সে। কিন্তু আরিফের অ্যাসিড হামলা যেন তার স্বপ্নের পথে বাধা হয়ে এসে দাঁড়িয়েছে।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত ২১ ফেব্রুয়ারী সন্ধ্যায় বাড়িতে পড়াশোনা করছিল লক্ষ্মী। এক পর্যায়ে আরিফ এসে তাকে বাইরে ডেকে নিয়ে যায়। এরপর উপহার দেওয়ার কথা বলে তাকে প্রথমে একটি চিঠি দেয় আরিফ, এরপর লক্ষ্মীর ডান হাতে অ্যাসিড ঢেলে সে পালিয়ে যায়।
তার আর্তচিৎকারে ছুটে আসে বাড়ির লোকজন ও প্রতিবেশী। প্রথমে তাকে নলহাটি হাসপাতালে নিয়ে যাওয়া যায়। পরে সেখান থেকে তাকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়। তবে এই হামলা সত্ত্বেও ভুক্তভোগী মেয়েটি তার শক্তি হারায়নি। ভুক্তভোগী ছাত্রী একজন রাইটারের সাহায্যে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছে।