আবারও বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের ওপর বড়সড় হামলার ঘটনা ঘটেছে। একই রাতে বাংলাদেশে (Bangladesh) ১৪ টি হিন্দু মন্দির ভাঙচুর (Vandalized) ও লুটপাট করেছে অজ্ঞাত দুষ্কৃতীরা। দেশটির উত্তর-পশ্চিমের জেলা ঠাকুরগাঁওতে এই হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ সূত্রে খবর, শনিবার মধ্যরাতে দুষ্কৃতীরা এই হামলা চালায়।
একই সাথে, পরিকল্পনা করেই এই হামলা করা হয়েছে বলে মনে করছে স্থানীয় পুলিশ। দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে স্থানীয় পুলিশ কর্তারা। এদিকে এই হামলার ঘটনার পর স্থানীয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি এলাকার ১৪ টি হিন্দু মন্দিরে (Hindu Temple) রাতভর তাণ্ডব চালায় অজ্ঞাত দুষ্কৃতীরা। এসময় দুষ্কৃতীরা একে একে ১৪টি মন্দিরের বিগ্রহ ও মন্দির ভেঙে দেয় এবং লুটপাট চালায়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে বালিয়াডাঙ্গি পুলিশ।
1 Comment