দ্যা বেঙ্গল ট্রিবিউন: বাংলাদেশের নোয়াখালী জেলায় চাঁদা না দেওয়ায় দুই হিন্দু ব্যক্তিকে হত্যার চেষ্টা করেছে নবাব ও মোতালেব নামক স্থানীয় দুই সন্ত্রাসী। নোয়াখালীর কবিরহাট উপজেলার হিন্দু বাসিন্দা শ্রী মধুসূদন দত্ত এবং তার ছোট ছেলে শ্রী গণেশ দত্তের উপর আজ সকাল ১১টায় অতর্কিত হামলা চালায় স্থানীয় এই সন্ত্রাসীরা। এসময় তারা এই দুই হিন্দু ব্যক্তিকে হত্যার চেষ্টা করে।

এফআইআর (FIR) কপি থেকে জানা যায়, ভুক্তভোগী শ্রী মধুসূদন দত্তের কাছ থেকে বিগত ২ মাস যাবত অভিযুক্তরা ১০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছে। ভুক্তভোগী হিন্দু পরিবারটি দরিদ্র হওয়ায় এই টাকা দিতে তারা অস্বীকৃতি জানায়। এরপর বিভিন্নভাবে হুমকিধামকি সহ নানাপ্রকার চাপ সৃষ্টির চেষ্টা করে অভিযুক্তরা।

আজ সকাল ১১ টায় শ্রী মধুসূদন দত্ত এবং তার ছোট ছেলে শ্রী গণেশ দত্তের উপর অভিযুক্ত নবাব ও মোতালেবের নেতৃত্বে অজ্ঞাননামা আরও চার দুষ্কৃতি অতর্কিত হামলা চালায়। এসময় পিতা ও পুত্র উভয়েই হত্যার চেষ্টা করে হামলাকারীরা।
