চাঁদা না দেওয়ায় বাংলাদেশে ২ হিন্দু ব্যক্তিকে হত্যার চেষ্টা - The Bengal Tribune
The Bengal Tribune
  • September 26, 2023
  • Last Update September 26, 2023 5:56 pm
  • kolkata

দ্যা বেঙ্গল ট্রিবিউন: বাংলাদেশের নোয়াখালী জেলায় চাঁদা না দেওয়ায় দুই হিন্দু ব্যক্তিকে হত্যার চেষ্টা করেছে নবাব ও মোতালেব নামক স্থানীয় দুই সন্ত্রাসী। নোয়াখালীর কবিরহাট উপজেলার হিন্দু বাসিন্দা শ্রী মধুসূদন দত্ত এবং তার ছোট ছেলে শ্রী গণেশ দত্তের উপর আজ সকাল ১১টায় অতর্কিত হামলা চালায় স্থানীয় এই সন্ত্রাসীরা। এসময় তারা এই দুই হিন্দু ব্যক্তিকে হত্যার চেষ্টা করে।

এফআইআর (FIR) কপি।

এফআইআর (FIR) কপি থেকে জানা যায়, ভুক্তভোগী শ্রী মধুসূদন দত্তের কাছ থেকে বিগত ২ মাস যাবত অভিযুক্তরা ১০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছে। ভুক্তভোগী হিন্দু পরিবারটি দরিদ্র হওয়ায় এই টাকা দিতে তারা অস্বীকৃতি জানায়। এরপর বিভিন্নভাবে হুমকিধামকি সহ নানাপ্রকার চাপ সৃষ্টির চেষ্টা করে অভিযুক্তরা।

ভুক্তভোগী শ্রী মধুসূদন দত্ত।

আজ সকাল ১১ টায় শ্রী মধুসূদন দত্ত এবং তার ছোট ছেলে শ্রী গণেশ দত্তের উপর অভিযুক্ত নবাব ও মোতালেবের নেতৃত্বে অজ্ঞাননামা আরও চার দুষ্কৃতি অতর্কিত হামলা চালায়। এসময় পিতা ও পুত্র উভয়েই হত্যার চেষ্টা করে হামলাকারীরা।

ভুক্তভোগী শ্রী গণেশ দত্ত।

এক পর্যায়ে স্থানীয় সঞ্জিত বিশ্বাস, সুরেশ চন্দ্র দত্ত সহ আরও বেশ কিছু স্থানীয় হিন্দু ভুক্তভোগী আর্তচিৎকার শুনে ঘটনাস্থলে চলে আসার ফলে, এই হত্যাচেষ্টা ব্যর্থ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, স্থানীয় পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তদের কাউকে গ্রেফতার করেনি। এদিকে অভিযুক্তদের কেউ এখনও গ্রেফতার না হওয়ায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী হিন্দু পরিবারটি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *