তীব্র দাবদাহে আর হবে না কষ্ট, ট্রাক চালকের কেবিনে এসি বাধ্যতামূলক- নিতিন গডকড়ি - The Bengal Tribune
The Bengal Tribune
  • October 2, 2023
  • Last Update October 1, 2023 9:34 am
  • kolkata

দ্যা বেঙ্গল ট্রিবিউন: দেশের সকল ট্রাকে চালকের কেবিনে শীতাতপ নিয়ন্ত্রণ বাধ্যতামূলক করা হবে ২০২৫ সাল থেকে, সোমবার এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ি। এই নিয়ম লাগু করার ফলে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

এই প্রসঙ্গে কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ি বলেন, “দিনে একজন ট্রাকচালককে অন্তত ১২ থেকে ১৪ ঘন্টা ট্রাক চালাতে হয়। একটি নির্দিষ্ট সময়ের পর আর চালকদের গাড়ির স্টিয়ারিংয়ে বসতে দেওয়া হয় না, আমাদের দেশে এই নিয়ম নেই। আমাদের চালকেরা ৪৩ থেকে ৪৭ ডিগ্রির মারাত্মক গরমেও গাড়ি চালান, গন্তব্যে পণ্য পৌঁছে দেন।”

কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী আরও বলেন, “আমি মন্ত্রী হওয়ার পর ড্রাইভার কেবিনে এসি বসাতে চাওয়ায় সেই সময়ে অনেকেই আমার এই প্রস্তাবের বিরোধিতা করেন। তারা দাবি করেছিল যে, এতে খরচ নাকি অনেকটাই বেড়ে যাবে। আমি সোমবার ফাইলে সই করেছি। সমস্ত ট্রাকে চালকের কেবিনে এসি বাধ্যতামূলক।”

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *